5G: কোন কোন আইফোনে জিও এবং এয়ারটেলের ৫জি পরিষেবা কাজ করবে, দেখে নিন

5G in India: ভারতে ৫জি সার্ভিসের বিটা রোল আউট শুরু করেছে রিলায়েন্স জিও। অন্যদিকে ৫জি পরিষেবা চালু করেছে এয়ারটেলও। কোন কোন আইফোনে এই দুই টেলিকম সংস্থার ৫জি পরিষেবা পাওয়া যাবে দেখে নিন একনজরে।

প্রতীকী ছবি

1/10
ভারতে ৫জি সার্ভিসের বিটা রোল আউট শুরু করেছে রিলায়েন্স জিও। তাদের তরফে মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লি- এই চারটি শহরে চালু হয়েছে টেস্টিং।
2/10
একইভাবে ভারতে ৫জি পরিষেবা চালু করেছে ভারতী এয়ারটেল। এই টেলিকম সংস্থার তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে।
3/10
এবার জেনে নেওয়া যাক কোন কোন আইফোন মডেলে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের ৫জি পরিষেবা কাজ করবে।
4/10
আইফোন ১৪ সিরিজ- এই সিরিজের চারটি মডেল অর্থাৎ আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সে জিও এবং এয়ারটেলের ৫জি সার্ভিসের সাপোর্ট পাওয়া যাবে।
5/10
আইফোন ১৩ সিরিজ- এই আইফোন সিরিজের চারটি মডেল অর্থাৎ আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলে জিও এবং এয়ারটেলের ৫জি পরিষেবা পাওয়া যাবে।
6/10
আইফোন ১২ সিরিজ- এই সিরিজের আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্স- মডেলে এয়ারটেল এবং জিও-র ৫জি সার্ভিসের সুবিধা পাবেন ইউজাররা।
7/10
আইফোন এসই ৩ মডেলেও ৫জি পরিষেবা পাবেন ইউজাররা। ডিসেম্বর মাসের মধ্যে ভারতে আইফোনে ৫জি পরিষেবা দেওয়ার জন্য সফটওয়্যার আপডেট এবং আপগ্রেড করে রোল আউট শুরু করবে অ্যাপেল কর্তৃপক্ষ।
8/10
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে পয়লা অক্টোবর ৫জি পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জিও এবং এয়ারটেল ছাড়া অন্য কোনও সংস্থা ভারতে এখনও ৫জি সার্ভিস চালু করার ব্যাপারে উদ্যোগ দেখায়নি।
9/10
জানা গিয়েছে, ইউজাররা ৫জি সার্ভিস ফোনে পেতে চাইলে সফটওয়্যার আপডেট এবং ফোনের সেটিংসে কিছু পরিবর্তন করা প্রয়োজন, যা ফোন নির্মাণকারী সংস্থাই করবে।
10/10
মোটোরোলা এজ ৩০ আলট্রা এবং মোটোরোলা এজ ৩০ ফিউশন- এই দুই ফোন ছাড়াও একগুচ্ছ মোটোরোলা ফোনে ৫জি পরিষেবার সাপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Sponsored Links by Taboola