Smartphone Tips: হ্যাং স্মার্টফোনকে মিনিটে করুন সুপার ফাস্ট, জানুন কীভাবে ?
নিত্যদিন অনেকেই এই সমস্যার মুখোমুখি হন। চলতে চলতে থমকে যায় ফোন। জরুরি প্রয়োজন থাকলেও সেই সময় কল করা যায় না কাউকে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে করতে পারেন এই ৬ কাজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনেক সময় আমাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে প্রচুর অ্যাপ আপডেট হতে থাকে। যা ফোনের কর্মক্ষমতায় প্রভাব বিস্তার করে। আপনি ম্যানুয়ালি এটি নিয়ন্ত্রণ করতে পারেন। এরজন্য প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে যান। ডেভেলপার অপশনগুলিতে ক্লিক করুন। এবার লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস নির্বাচন করুন।
এমনিতেই স্মার্টফোনে প্রচুর ব্লোটওয়্যার থাকে। যা আপনার কাজে নাও লাগতে পারে। এছাড়াও আপনি হয়তো এমন কিছু অ্যাপ ইন্সটল করেছেন যা আর ব্যবহার করেন না। এই সব অ্যাপগুলি আপনার ফোনের ভিতরে অহেতুক জায়গা নিয়ে থাকে। ক্যাশে পরিষ্কার করে ও ওই অ্যাপগুলি আপনার স্মার্টফোন থেকে আনইনস্টল করুন৷
এর জন্য আপনার ফোনের সেটিংস অপশনে যান। স্টোরেজ ডেটা নির্বাচন করুন। আপনি cache data অপশন দেখতে পাবেন। ওকে ক্লিক করুন ও আপনার ক্যাশে পরিষ্কার করুন।
আপনার স্মার্টফোনে সাধারণত অনেকগুলি প্রি-ইনস্টল অ্যাপ থাকে। যার মধ্যে কিছু আপনার কাজে নাই লাগতে পারে। শুধু সেই অ্যাপগুলি থেকে পরিত্রাণ পেতে আপনার এই পদক্ষেপগুলি করা উচিত। আপনার ফোনের সেটিংস অপশনে যান। Application Manager অপশনে ক্লিক করুন। এবার আপনার ফোনের অ্যাপ তালিকা নির্বাচন করুন। সব অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন।
লাইভ ওয়াল পেপার বা অ্যানিমেশনও আপনার ফোনের গতি কমিয়ে দেয়। আপনাকে এই পরিষেবাগুলি নিষ্ক্রিয় করতে হবে। এটি করার জন্য, নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন. আপনার ফোনের সেটিংস অপশনে যান। এবার ডেভেলপার অপশনে যান। আপনি Window Animation Scale ও Transition Animation Scale এর অপশন দেখতে পাবেন। 0.5x এই অপশন নির্বাচন করুন। এতে আপনার ফোনের গতি বৃদ্ধি পাবে।
লাইভ ওয়ালপেপার দেখতে দারুণ লাগলেও তা ফোনের হতি কমিয়ে দেয়। এটি CPU ও ব্যাটারির উপর চাপ সৃষ্টি করে। যার ফলে ডিভাইসটির গতি কমে যায়। আপনার ডিভাইসে ফোন ওয়ালপেপার হিসাবে একটি স্টিল ছবি সেট করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -