Tech Tips: সচল থাকবে দীর্ঘদিন, জমবে না ধুলোও, কিবোর্ড পরিষ্কারের নিয়ম জানুন
কর্মক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বেড়েছে বিগত কয়েক বছরে। কিন্তু কম্পিউটার ব্যবহার করলেও, কিবোর্ড ব্যবহারের ক্ষেত্রে উদাসীনতা দেখা যায় আমাদের মধ্যে। কিবোর্ডের স্বাস্থ্যের কথা মাথাতেই থাকে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু কিবোর্ড সচল রাখতে গেলে তার স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া উচিত। তাই রক্ষণাবেক্ষণ থেকে মোছামুছির ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া উচিত।
কিবোর্ডের উপরই সবচেয়ে বেশি ধুলো জমে। তাই ব্যবহারের আগে হাত পরিষ্কার করে নেওয়া ভাল। এতে ধুলো-ময়লা জমবে না কিবোর্ডের উপর।
ভিডিও গেম খেলার জন্য অনেকেই কম্পিউটার ব্যবহার করেন। তাতে কিবোর্ডের কয়েকটি বাটনের উপর বেশি জোর দেওয়া হয়। তাতে তাড়াতাডি় বিকল হয়ে যায় সেগুলি। তাই জোরে চাপ দেওয়ার আগে খেয়াল রাখুন।
কিবোর্ড পরিষ্কার করার সময় ধুলো ঝাড়তে হেয়ারড্রায়ার ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন, গরম হাওয়া যেন কিবোর্ডের উপর না পড়ে সরাসরি।
চা-কফি অথবা খাবার খাওয়ার সময়ই কিবোর্ড ব্যবহার করি আমরা। একটু এদিক ওদিক হলেই ছড়িয়ে ছিটিয়ে যা তা অবস্থা হতে পারে। তাই জল বা তরলজাীয় পদার্থ কিবোর্ডের থেকে দূরে রাখুন।
কিবোর্ড পরিষ্কার করতে বেবি ওয়াইপস বা ওয়েট টিস্যু ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন, তরল চুঁইয়ে যেন খাঁজে না ঢুকে যায়।
কিবোর্ড পরিষ্কার করতে আগে কম্পিউটার বন্ধ করুন। পারলে কিবোর্ডের সংযোগও বিচ্ছিন্ন করুন। তার পর ঝাড়ুন। শুকনো করে মুছে তবেই ফের সংযুক্ত করুন।
কিছু কিবোর্ডের ক্ষেত্রে বাটন খুলে নেওয়া যায়। তাই পরিষ্কার করার আগে সমস্ত তথ্য খুঁটিয়ে পড়ুন। তবেই পরিষ্কারে হাত দিন।
রাবিং অ্যালকোহল দিয়ে কিবোর্ড পরিষ্কার করে থাকেন অনেকে। খেয়াল রাখুন যে কাপড়ের টুকরো দিয়ে মুছবেন, তাতে যেন রোঁয়া না থাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -