Cool Laptop : আপনার ল্যাপটপ কি গরম হয়ে যাচ্ছে ? কী করবেন জেনে নিন
করোনা অতিমারির জের। ভারতের একটা বড় অংশের মানুষ এখন ওয়ার্ক ফ্রম হোম করছেন। এই পরিস্থিতিতে বেড়েছে ল্যাপটপের ব্যবহার। কিন্তু, দীর্ঘক্ষণ কাজের জেরে ল্যাপটপ প্রায়ই গরম হয়ে যায়। বিষয়টি অবহেলা করার নয়। এমনটা দীর্ঘদিন হতে থাকলে ল্যাপটপ নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে ?(ছবি সৌজন্য : Pixabay)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকুলিং ফ্যান : প্রধানত, পুরানো ল্যাপটপ প্রায়ই গরম হয়ে যায়। তাই পুরানো ল্যাপটপ ব্যবহার করা এড়িয়ে যান। আপনার ল্যাপটপটি যদি পুরানো হয়, তাহলে তার ফ্যানটি ঠিক করুন। ফ্যান ঠান্ডা থাকলে আপনার ল্যাপটপটি গরম হবে না। সময়ে সময়ে এটি পরিষ্কার করুন। যাতে নোংরা না হয়। (ছবি সৌজন্য : Pixabay)
বালিশ বা ব্ল্যাঙ্কেটে ল্যাপটপ রাখবেন না : বালিশ, লেপ বা ব্ল্যাঙ্কেটে ল্যাপটপ রেখে কাজ করবেন না। নিচ থেকে বাতাস ঢুকে ঠান্ডা থাকে ল্যাপটপ। কিন্তু আপনি যদি বালিশ, লেপ বা ব্ল্যাঙ্কেটে ল্যাপটপ রেখে কাজ করনে তাহলে, ভেন্টিলেশনের পথ বন্ধ হয়ে যায়। সমতল জায়গায় ল্যাপটপ রেখে কাজ করুন।(ছবি সৌজন্য : Pixabay)
২-৩ দিন অন্তর ল্যাপটপ পরিষ্কার করুন : বায়ু চলাচলের পথে ধুলো জমলে ল্যাপটপ গরম হয়ে যেতে পারে। তাই দুই-তিনদিন অন্তর ল্যাপটপ পরিষ্কার করুন। (ছবি সৌজন্য : Pixabay)
ব্যবহারের পর ল্যাপটপকে 'বিশ্রাম' দিন : বাড়ি থেকে কাজ করার সময় দীর্ঘক্ষণ ল্যাপটপ চলে। তাই কাজের শেষে ল্যাপটপকে 'বিশ্রাম' দিন। ঘুমানোর আগে ল্যাপটপ বন্ধ করে দিন।(ছবি সৌজন্য : Pixabay)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -