Smartphones: রোজনামচায় জড়িয়ে স্মার্টফোন, মেসেজ-ফোন ছাড়া আর কী কী কাজে লাগে?

প্রতীকী ছবি

1/10
আমাদের দৈনন্দিন জীবনে এখন নিত্যসঙ্গী স্মার্টফোন। সারাদিনের অনেক কাজেই আমরা ব্যবহার করে থাকি মুঠোফোন। একনজরে দেখে নিন ফোন, মেসেজ আর ইন্টারনেট সার্ফিং ছাড়া মোবাইল ফোনের সাহায্যে আপনি কোন কোন কাজ করেন।
2/10
গান শোনা হোক বা সিনেমা-সিরিয়াল দেখা আজকাল আর টিভির উপর ভরসা করার দরকার নেই। স্মার্টফোন থাকলেই কাজ হবে।
3/10
পড়াশোনার কাজেও ব্যবহার হয় স্মার্টফোনে। ইন্টারনেট কানেকশন থাকলে আপনি ফোনের মাধ্যমেই বিভিন্ন বিদেশি জার্নালও পড়তে পারবেন।
4/10
ডিজিটাল ইন্ডিয়ার মূলমন্ত্র ক্যাশলেস পেমেন্ট। অর্থাৎ অনলাইনের মাধ্যমে কোনও কিছু কিনে টাকা দিতে পারবেন আপনি। অফলাইনে কেনাকাটা করলেও অনলাইনে টাকা দেওয়ার সুযোগ থাকে। আর এর জন্য সবার আগে প্রয়োজন একটা স্মার্টফোন।
5/10
আপনার অবসর যাপনেও কিন্তু সঙ্গী হয় সাধের স্মার্টফোনই। সিনেমা দেখা হোক বা গান শোনা, কিংবা কোনও পডকাস্ট শোনার ক্ষেত্রে স্মার্টফোন থাকলেই মুশকিল আসান হয়।
6/10
চটজলদি কোনও হিসেব করতে হলে ক্যালকুলেটর খুঁজে বের করার প্রয়োজন নেই। আপনার ফোনেই রয়েছে সরকারি এই ফিচার।
7/10
অ্যালার্ম ক্লক হিসেবেও আজকাল ব্যবহার হয় স্মার্টফোন। ঘড়ি না থাকলেও সমস্যা নেই। ফোনেই অ্যালার্ম দিতে পারবেন।
8/10
অনলাইন শপিং হোক বা পছন্দের খাবার বাড়িতে আনানো, স্মার্টফোনে এক ক্লিকেই সমস্যার সমাধান হয়ে যায়।
9/10
ছবি বা ভিডিও তোলার ক্ষেত্রে, কিংবা অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রেও স্মার্টফোন যথেষ্ট গুরুত্বপূর্ণ ডিভাইস। আজকাল প্রায় সব স্মার্টফোনের ক্ষেত্রেই উন্নত মানের ক্যামেরা ফিচার থাকে।
10/10
অর্থাৎ শুধু ফোন বা মেসেজ করা কিংবা নেট সার্ফিং নয়, দৈনন্দিন অনেক কাজেই স্মার্টফোনের ব্যবহার বেশ ভাল ভাবেই হয়ে থাকে।
Sponsored Links by Taboola