Laptops: ভারতে একইদিনে তিনটি ল্যাপটপ লঞ্চ করেছে আসুস, দেখে নিন কোন কোন মডেল লঞ্চ হয়েছে
ভারতে একসঙ্গে আসুস সংস্থার তিনটি ল্যাপটপ লঞ্চ হয়েছে। তিনটি ল্যাপটপেই রয়েছে ১৬ জিবি পর্যন্ত র্যাম। কোন কোন ল্যাপটপ লঞ্চ হয়েছে, তার দাম এবং ফিচার দেখে নিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে আসুস জেনবুক ১৪ ফ্লিপ OLED, ভিভোবুক এস ১৪ ফ্লিপ এবং ভিভোবুক ১৫ ল্যাপটপ- এই তিনটি ল্যাপটপ।
এর মধ্যে ভিভোবুক এস ১৪ ফ্লিপ ল্যাপটপ AMD এবং ইন্টেল প্রসেসর- দুটো ভার্সানেই পাওয়া যাবে। এর পাশাপাশি জেনবুক ১৪ ফ্লিপ OLED ল্যাপটপে রয়েছে লেটেস্ট গেমিং গ্রেড intel 12th Gen H-series প্রসেসর।
এছাড়া ভিভোবুক ১৫ হল একটি ফ্লিপ ডিজাইন এবং হাল্কা ওজনের টাচস্ক্রিন ল্যাপটপ। আসুস সংস্থার দাবি এই ল্যাপটপে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে।
এর পাশাপাশি জানা গিয়েছে, আসুসের জেনবুকের মডেলগুলোতে রয়েছে একটি 360-degree ErgoLift hinge ডিজাইন।
আসুস জেনবুক ১৪ ফ্লিপ OLED ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৯৯,৯৯০ টাকা থেকে। অন্যদিকে ভিভোবুক এস ১৪ ফ্লিপ ল্যপটপের দাম শুরু হচ্ছে ৬৬,৯৯০ টাকা থেকে। এছাড়াও ভিভোবুক ১৫ ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৪৯,৯৯০ টাকা থেকে।
ই-কমার্স সংস্থা অ্যামাজনের পাশাপাশি আসুস ই-শপ কিংবা আসুসের এক্সক্লুসিভ স্টোর থেকে এই ল্যাপটপগুলি কেনা যাবে। এর মধ্যে থেকে ভিভোবুক ১৫ ল্যাপটপ কেনা থাকবে ফ্লিপকার্ট থেকেও।
আসুস জেনবুক ১৪ ফ্লিপ OLED, ভিভোবুক এস ১৪ ফ্লিপ- এই দুটো ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চির ডিসপ্লে। আর দুটো ল্যাপটপেরই ওজন ১.৫ গ্রাম।
আসুস ভিভোবুক ১৫ ল্যাপটপের ওজন বাকি দুটো ল্যাপটপের তুলনায় কিছুটা বেশি। এই ল্যাপটপের ওজন ১.৭ গ্রাম। এই ল্যাপটপে রয়েছে ১৫ ইঞ্চির ডিসপ্লে।
ভারতে লঞ্চ হওয়া আসুসের এই তিনটি ল্যাপটপেই রয়েছে সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত। তবে র্যামের পরিমাণে মিল থাকলেও পার্থক্য রয়েছে স্টোরেজের ক্ষেত্রে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -