Tech News:হারানো ফোনের হদিস চাই? IMEI Number জানবেন কী ভাবে?
নতুন মোবাইল কিনেছেন বা পুরনো ফোন অনলাইনে বেচতে চাইছেন? এসব ক্ষেত্রে অনেককেই একটি তথ্য়ের অভাবে ভুগতে হতে পারে। IMEI নম্বর। নম্বরটি বহু প্রয়োজনে লাগতে পারে। তাই জেনে রাখা জরুরি। (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখন প্রশ্ন হল, এই নম্বরটি কোথা থেকে জানবেন? তার জন্য কী করতে হবে? কোনও চিন্তা নেই। তার আগে একবার IMEI নম্বর সম্পর্কে জেনে নেওয়া যাক?
International Mobile Station Equipment Identity নম্বর বা সংক্ষেপে IMEI। বৈধ উপায়ে যখন কোনও মোবাইল বিক্রি হয়, তার প্রত্যেকটির সঙ্গেই এই নম্বর থাকে। তাৎপর্যপূর্মভাবে প্রত্যেকটি মোবাইলের ক্ষেত্রে এই নম্বর আলাদা। এই নম্বরটি দিয়ে ME মডেল বা একটি নির্দিষ্ট ইউনিট কী ভাবে GSM নেটওয়ার্ক ব্যবহার করছে, তা নিয়ন্ত্রণ করা সম্ভব।
কোনও কারণে মোবাইল খোওয়া গেলে বা চুরি হলে কাজে আসে এই IMEI নম্বর। কারণ পুলিশ, সাধারণ ভাবে এসব ক্ষেত্রে অভিযোগকারীর কাছে মোবাইলটির IMEI নম্বরটি জানতে চায়। নম্বরটি সঠিক ভাবে বলতে পারে, আইন অনুসারে মোবাইলটি 'অকেজো' করে দেওয়া সম্ভব।
IMEI নম্বর জানার একাধিক উপায় রয়েছে। প্রথমত, USSD কোড। এটি মোটামুটি সর্বজনীন একটি পদ্ধতি। এতে আপনার মোবাইল থেকে *#06# নম্বরে ডায়াল করতে হবে। এর পরেই আপনার ফোনের স্ক্রিনে মোবাইলের IMEI নম্বরটি ভেসে ওঠার কথা। সেটি লিখে রাখতে পারেন, স্ক্রিশনটও তুলে রাখতে পারেন।
যদি IMEI নম্বর যাচাই করতে চান, তা হলে KYM<১৫ ডিজিটের IMEI নম্বর> দিয়ে ১৪৪২২ নম্বরে মেসেজ করতে পারেন। এবার প্রশ্ন হল, এটা যাচাই করে লাভ কী?
আসলে IMEI নম্বর যাচাই করে নিলে আপনার মোবাইলের নির্মাতা, ডিভাইসের বৈশিষ্ট্য, ব্র্যান্ডের নাম ইত্যাদি তথ্য জেনে যেতে পারবেন। যে কোনও মোবাইল নির্মাতা বা ব্র্যান্ড মালিকের জন্য বৈধ IMEI নম্বর দেওয়া বাধ্যতামূলক।
নিয়ম অনুযায়ী, একবার ইউনিটটি পুরোপুরি তৈরি হয়ে গেলে IMEI নম্বর আর বদলানো যায় না। প্রত্যেকটি ডিভাইসের ক্ষেত্রে এটি আলাদা হবে, এটিও নিয়ম।
রিটেল বক্স এবং বিলেও মোবাইলের এই নম্বর দেওয়া থাকে। বাক্সটি যদি আলাদা রাখেন, তা হলে নম্বরটির হদিস পাওয়া সহজ হবে। কোনও কারণে ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এই নম্বর কাজে লাগিয়ে সেটির ব্যবহার বন্ধ করা সম্ভব। তবে বিপদের আগেই সাবধান হলে ভাল। তাই বৈধ কোনও বিপণি থেকে মোবাইল ফোন কেনা, ফোনে সিকিউরিটির ব্যবস্থা রাখা এবং মেরামত করতে হলে তা চেনা সার্ভিস সেন্টারে পাঠানোই বাঞ্ছনীয়। (ছবি:PIXABAY) এই সম্পর্কিত সমস্ত তথ্য ceir.sancharsaathi.gov.in ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। আরও তথ্যের জন্য এই সাইটটি দেখা যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -