Car Tips: প্রথম গাড়ি কিনছেন? অটোমেটিক না কি ম্যানুয়াল? বাছবেন কোনটা?
গাড়ি কিনতে চাইছেন। নানা গাড়ির মধ্যে একটি মডেল পছন্দও হল। এবার আরেক ভাবনা। গিয়ার অপশন কী হবে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্যানুয়াল এবং অটোমেটিক-দুই ধরনের গিয়ারবক্স অপশন থাকে। তার মধ্যে কোনটা কিনবেন সেটা নিয়ে ভাবতে হয় অনেককেই। বিশেষ করে প্রথমবার কেনার সময়।
ম্যানুয়াল গিয়ারবক্স গাড়ি চালানোর পুরনো পদ্ধতির অনুভূতি দেয়। এর উদ্দীপনা আলাদা, কিন্তু পরিশ্রম অনেক বেশি, বিশেষ করে যানজটে।
অটোমেটিক গিয়ারবক্স গাড়ি চালানোর পরিশ্রম অনেক কমিয়ে দেয়। শহুরে যানজটে সবচেয়ে সহজে গাড়ি চালানো যায়।
ম্যানুয়াল গাড়ির দাম অটোমেটিকের তুলনায় অনেকটাই কম। দেখভালের খরচও তুলনায় একটু কম।
অটোমেটিক গিয়ারবক্স বিভিন্ন ধরনের হয়। এক একটি সেগমেন্টের গাড়িতে এক একরকম। সবকটিই ম্যানুয়াস থেকে বেশি।
তবে অটোমেটিক গিয়ারবক্স হলে তার জন্য আলাদা করে মেইনটেনেন্সের কোনও খরচ নেই। বাকি দেখভাল ২টি গাড়িরই সমান।
আগে অটোমেটিক গাড়িতে মাইলেজ কম হতো। কিন্তু ইদানিং কালের অটোমেটিক গাড়ি, ম্যানুয়ালের মতোই মাইলেজ দেয়।
এখন রয়েছে AMT-অর্থাৎ অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন। এতে অটোমেটিক গিয়ারের সুবিধা যেমন পাওয়া যায়, তেমনই প্রয়োজনে ম্যানুয়ালের সুবিধাও মেলে।
ম্যানুয়াল গাড়ি চালানোর থেকে অটোমেটিক গিয়ারের গাড়ি চালানো সহজ। যাঁরা প্রথম গাড়ি চালানো শিখেছেন, কিন্তু ম্যানুয়াল গাড়ি নিয়ে হিমসিম খাচ্ছেন, তাঁরা অটোমেটিকে সহজেই অভ্যস্ত হতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -