One Nation One Charger : মোবাইল হোক বা ল্যাপটপ, এক চার্জারেই কামাল
যে কোনও মোবাইল হোক বা ল্যাপটপ। এক চার্জারেই হবে কাজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশে যেভাবে বাড়ছে ই-ওয়েস্ট তথা খারাপ হওয়া ইলেকট্রনিক সামগ্রীর পরিমাণ, সেটাই মাথায় রেখেই নতুন ভাবনা।
সব মোবাইল ও ল্যাপটপের জন্য একটি নির্দিষ্ট ধরণের চার্জার বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন ধরণের ডিজাইন বেছে নেওয়া হবে, তা অবশ্য চূড়ান্ত হয়নি।
জানা যাচ্ছে, একটি টাস্ক ফোর্স গঠন করা হবে। যারা সবদিক খতিয়ে দেখে নেবেন সিদ্ধান্ত।
দেশের কনসিউমার্স অ্যাফেয়ার্স মন্ত্রক একাধিক প্রখ্যাত সংস্থার সঙ্গে আলোচনায় বসে ইতিমধ্যে তৈরি করেছে রূপরেখা।
আপাতত যা ইঙ্গিত, তাতে টাইপ সি চার্জার হতে পারে এক দেশ এক চার্জারের হাতিয়ার।
২০৭০ সালের মধ্যে কার্বন এমিশন শূন্যে নামিয়ে ফেলার ভাবনা ভারতের।
ইউরোপের একাধিক দেশ ই-ওয়েস্ট কমাতে ইতিমধ্যে হেঁটেছে এক চার্জার নীতিতে।
একাধিক চার্জার বহন করার বা ভুলে গেলেও চার্জের সমস্যাও মিটবে এই পদক্ষেপে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -