One Nation One Charger : মোবাইল হোক বা ল্যাপটপ, এক চার্জারেই কামাল
ক্রমশ বাড়তে থাকা ই-ওয়েস্ট কমাতে নেওয়া হচ্ছে বিশেষ পদক্ষেপ। ভাবনা এক দেশ এক চার্জারের।
Common Charger, Technology, one nation one charger, technology news, mobile charger, laptop charger
1/10
যে কোনও মোবাইল হোক বা ল্যাপটপ। এক চার্জারেই হবে কাজ।
2/10
দেশে যেভাবে বাড়ছে ই-ওয়েস্ট তথা খারাপ হওয়া ইলেকট্রনিক সামগ্রীর পরিমাণ, সেটাই মাথায় রেখেই নতুন ভাবনা।
3/10
সব মোবাইল ও ল্যাপটপের জন্য একটি নির্দিষ্ট ধরণের চার্জার বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
4/10
কোন ধরণের ডিজাইন বেছে নেওয়া হবে, তা অবশ্য চূড়ান্ত হয়নি।
5/10
জানা যাচ্ছে, একটি টাস্ক ফোর্স গঠন করা হবে। যারা সবদিক খতিয়ে দেখে নেবেন সিদ্ধান্ত।
6/10
দেশের কনসিউমার্স অ্যাফেয়ার্স মন্ত্রক একাধিক প্রখ্যাত সংস্থার সঙ্গে আলোচনায় বসে ইতিমধ্যে তৈরি করেছে রূপরেখা।
7/10
আপাতত যা ইঙ্গিত, তাতে টাইপ সি চার্জার হতে পারে এক দেশ এক চার্জারের হাতিয়ার।
8/10
২০৭০ সালের মধ্যে কার্বন এমিশন শূন্যে নামিয়ে ফেলার ভাবনা ভারতের।
9/10
ইউরোপের একাধিক দেশ ই-ওয়েস্ট কমাতে ইতিমধ্যে হেঁটেছে এক চার্জার নীতিতে।
10/10
একাধিক চার্জার বহন করার বা ভুলে গেলেও চার্জের সমস্যাও মিটবে এই পদক্ষেপে।
Published at : 17 Nov 2022 03:01 PM (IST)