Moto G62 5G: ভারতে মোটো জি৬২ ৫জি ফোন লঞ্চ হতে পারে ১১ অগস্ট, দেখুন সম্ভাব্য দাম ও ফিচার

Motorola: ভারতে মোটো জি৬২ ৫জি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে অগস্ট মাসেই। দেখে নিন এই ফোনের সম্ভাব্য দাম ও ফিচার।

প্রতীকী ছবি

1/10
অগস্ট মাসে মোটোরোলা 'জি' সিরিজের দুটো ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। মোটো জি৩২ লঞ্চ হবে ৯ অগস্ট। মোটো জি৬২ ৫জি লঞ্চের সম্ভাবনা ১১ অগস্ট।
2/10
শোনা গিয়েছে, মোটো জি৩২ ফোনের দাম হতে পারে ১১ হাজার টাকা থেকে ১৩ হাজার টাকার মধ্যে। অন্যদিকে, মোটো জি৬২ ৫জি ফোনের দাম হতে পারে ১৫ হাজার টাকা থেকে ১৭ হাজার টাকার মধ্যে।
3/10
মোটো জি৩২ ফোন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে বলে জানা গিয়েছে। তবে মোটো জি৬২ ৫জি ফোন কবে লঞ্চ হবে এবং তা কোথা থেকে কেনা যাবে সেই ব্যাপারে নিশ্চিতভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।
4/10
মোটো জি৬২ ৫জি ফোনে ৬.৫ ইঞ্চির একটি ফিল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
5/10
স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর থাকতে পারে মোটো জি৬২ ৫জি ফোনে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৪ জিবি র‍্যাম।
6/10
মোটো জি৬২ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
7/10
মোটো জি৬২ ৫জি, এই ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসরও থাকার কথা শোনা গিয়েছে।
8/10
মোটো জি৬২ ৫জি ফোনে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। ফোনের সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকার কথা রয়েছে।
9/10
এছাড়াও মোটো জি৬২ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
10/10
এর আগেও ভারতে মোটোরোলা জি সিরিজের বেশ কয়েকটি ফোন লঞ্চ হয়েছে। দেশের স্মার্টফোনের বাজারে জনপ্রিয়ও হয়েছে সেইসব ফোন।
Sponsored Links by Taboola