Moto Tab G62: ভারতে আসছে মোটো ট্যাব জি৬২, দেখে নিন সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
মোটো জি৬২ ৫জি ফোনের পরে এবার ভারতে মোটো ট্যাব জি৬২ লঞ্চ করতে চলেছে লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোটো ট্যাব জি৬২- তে কী কী ফিচার থাকতে চলেছে একনজরে দেখে নেওয়া যাক। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৭ অগস্ট ভারতে লঞ্চ হবে এই ট্যাব।
মোটো ট্যাব জি৬২ ডিভাইসে অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ট্যাবে ৪ জিবি র্যাম থাকার কথা শোনা গিয়েছে।
ওয়াই ফাই এবং LTE - এই দুই ভার্সানে লঞ্চ হতে পারে মোটোরোলার নতুন ট্যাব। ভারতে এই ট্যাবের দাম কত হতে পারে সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
জানা গিয়েছে, এই ট্যাবে থাকতে চলেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এছাড়াও থাকতে পারে ১০.৬ ইঞ্চির একটি ডিসপ্লে। সেখানে ২কে রেজোলিউশন সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
কোয়াড স্পিকার এবং শক্তিশালী বড় ব্যাটারি থাকতে পারে মোটো জি৬২ ট্যাবে। Dolby Atmos সাপোর্ট থাকতে পারে মোটো ট্যাব জি৬২ ডিভাইসের কোয়াড স্পিকারে।
ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে এই ট্যাবের জন্য একটি মাইক্রোসাইটও তৈরি হয়েছে। অর্থাৎ ভারতে লঞ্চের পর মোটো ট্যাব জি৬২ ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
মোটো ট্যাব জি৬২- তে একটি ৭৭০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ২০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে।
এই ট্যাবে কোনও কিছু পড়ার সময় যাতে ইউজারদের চোখে স্ট্রেন না হয় সেইজন্য প্রোটেকশন বা সুরক্ষার খাতিরে থাকতে পারে স্পেশ্যাল রিডিং মোড এবং TUV সার্টিফিকেশন।
ট্যাবের রেয়ার প্যানেল এবং ডিসপ্লের উপর একটি করে ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। তবে কত মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -