Moto Tab G62: ভারতে আসছে মোটো ট্যাব জি৬২, দেখে নিন সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

Motorola Tab: ভারতে নতুন ট্যাব লঞ্চ করতে চলেছে মোটোরোলা সংস্থা। জানা গিয়েছে, এবার লঞ্চ হবে মোটো ট্যাব জি৬২।

প্রতীকী ছবি

1/10
মোটো জি৬২ ৫জি ফোনের পরে এবার ভারতে মোটো ট্যাব জি৬২ লঞ্চ করতে চলেছে লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলা।
2/10
মোটো ট্যাব জি৬২- তে কী কী ফিচার থাকতে চলেছে একনজরে দেখে নেওয়া যাক। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৭ অগস্ট ভারতে লঞ্চ হবে এই ট্যাব।
3/10
মোটো ট্যাব জি৬২ ডিভাইসে অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ট্যাবে ৪ জিবি র‍্যাম থাকার কথা শোনা গিয়েছে।
4/10
ওয়াই ফাই এবং LTE - এই দুই ভার্সানে লঞ্চ হতে পারে মোটোরোলার নতুন ট্যাব। ভারতে এই ট্যাবের দাম কত হতে পারে সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
5/10
জানা গিয়েছে, এই ট্যাবে থাকতে চলেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এছাড়াও থাকতে পারে ১০.৬ ইঞ্চির একটি ডিসপ্লে। সেখানে ২কে রেজোলিউশন সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
6/10
কোয়াড স্পিকার এবং শক্তিশালী বড় ব্যাটারি থাকতে পারে মোটো জি৬২ ট্যাবে। Dolby Atmos সাপোর্ট থাকতে পারে মোটো ট্যাব জি৬২ ডিভাইসের কোয়াড স্পিকারে।
7/10
ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে এই ট্যাবের জন্য একটি মাইক্রোসাইটও তৈরি হয়েছে। অর্থাৎ ভারতে লঞ্চের পর মোটো ট্যাব জি৬২ ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
8/10
মোটো ট্যাব জি৬২- তে একটি ৭৭০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ২০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে।
9/10
এই ট্যাবে কোনও কিছু পড়ার সময় যাতে ইউজারদের চোখে স্ট্রেন না হয় সেইজন্য প্রোটেকশন বা সুরক্ষার খাতিরে থাকতে পারে স্পেশ্যাল রিডিং মোড এবং TUV সার্টিফিকেশন।
10/10
ট্যাবের রেয়ার প্যানেল এবং ডিসপ্লের উপর একটি করে ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। তবে কত মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।
Sponsored Links by Taboola