NASA Update: পৃথিবীতে থাকতে 'বোরিং' লাগছে? এক বছরের জন্য 'মঙ্গলে' থাকার সুযোগ দিচ্ছে নাসা

এবার এক বার মঙ্গলটা ঢুঁ মেরে আসুন

1/9
একে করোনার দাপট, এরপর লকডাউন গেরো, ওয়ার্ক ফ্রম হোমের চাপ এবং ভাল্লাগছেনা! মন বলছে অন্য কোথায় চলে যাই? যেতেই পারেন। পৃথিবীতে থাকতে ভাল না লাগলে এ জায়গা ছাড়তেও পারেন।
2/9
পৃথিবীতে থাকতে থাকতে একঘেয়ে লাগছে কি আপনার? তাহলে বরং এবার এক বার মঙ্গলটা ঢুঁ মেরে আসুন।
3/9
কোনও বানানো তথ্য নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেস এজেন্সি নাসা জানিয়েছে যারা আগ্রহী তাঁরা এখনই আবেদন করতে পারেন।
4/9
শুক্রবার এ তথ্য তারা টুইট করে জানিয়েছে। সেখানে বলেছে, হিউস্টনের জনসন স্পেস সেন্টারে একটি থ্রিডি বাড়ি বানানো হয়েছে। যা আদতে মঙ্গলে বানানো হবে।
5/9
সেই বাড়িতেই এক বছরের জন্য থাকতে পারবেন ইচ্ছুক আবেদনকারীরা। Mars Dune Alpha নামের ওই বাড়িতে থাকতে পারবেন।
6/9
নাসা এক বিবৃতিতে বলেছে মঙ্গল গ্রহে ভবিষ্যতের মিশনের বাস্তব করার কাজ এখনই শুরু হয়েছে।
7/9
তবে এই কাজ একদিনের কিংবা এক বছরের নয়, দীর্ঘমেয়াদি। এই জার্নি নাসার জন্যও বড় এক চ্যালেঞ্জ। পরিবেশগত চাপ, যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করানো ইত্যাদি নিয়ে বিশেষভাবে ভাবিত তারা।
8/9
মঙ্গল গ্রহে পাড়ি দিতে কৃত্রিম মঙ্গলের স্থাপনা করে মহড়া করানোর উদ্যোগ নিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।
9/9
নাসা হিউস্টনের জনসন স্পেস সেন্টারের একটি ভবনে থ্রি ডি-প্রিন্টার দ্বারা তৈরি ১,৭০০ বর্গফুট মার্টিয়ান মার্স দ্যুন আলফায় বসবাসের জন্য অংশগ্রহণকারীদের আবেদন শুরু করবে শীঘ্রই।
Sponsored Links by Taboola