NASA Update: পৃথিবীতে থাকতে 'বোরিং' লাগছে? এক বছরের জন্য 'মঙ্গলে' থাকার সুযোগ দিচ্ছে নাসা
একে করোনার দাপট, এরপর লকডাউন গেরো, ওয়ার্ক ফ্রম হোমের চাপ এবং ভাল্লাগছেনা! মন বলছে অন্য কোথায় চলে যাই? যেতেই পারেন। পৃথিবীতে থাকতে ভাল না লাগলে এ জায়গা ছাড়তেও পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপৃথিবীতে থাকতে থাকতে একঘেয়ে লাগছে কি আপনার? তাহলে বরং এবার এক বার মঙ্গলটা ঢুঁ মেরে আসুন।
কোনও বানানো তথ্য নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেস এজেন্সি নাসা জানিয়েছে যারা আগ্রহী তাঁরা এখনই আবেদন করতে পারেন।
শুক্রবার এ তথ্য তারা টুইট করে জানিয়েছে। সেখানে বলেছে, হিউস্টনের জনসন স্পেস সেন্টারে একটি থ্রিডি বাড়ি বানানো হয়েছে। যা আদতে মঙ্গলে বানানো হবে।
সেই বাড়িতেই এক বছরের জন্য থাকতে পারবেন ইচ্ছুক আবেদনকারীরা। Mars Dune Alpha নামের ওই বাড়িতে থাকতে পারবেন।
নাসা এক বিবৃতিতে বলেছে মঙ্গল গ্রহে ভবিষ্যতের মিশনের বাস্তব করার কাজ এখনই শুরু হয়েছে।
তবে এই কাজ একদিনের কিংবা এক বছরের নয়, দীর্ঘমেয়াদি। এই জার্নি নাসার জন্যও বড় এক চ্যালেঞ্জ। পরিবেশগত চাপ, যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করানো ইত্যাদি নিয়ে বিশেষভাবে ভাবিত তারা।
মঙ্গল গ্রহে পাড়ি দিতে কৃত্রিম মঙ্গলের স্থাপনা করে মহড়া করানোর উদ্যোগ নিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।
নাসা হিউস্টনের জনসন স্পেস সেন্টারের একটি ভবনে থ্রি ডি-প্রিন্টার দ্বারা তৈরি ১,৭০০ বর্গফুট মার্টিয়ান মার্স দ্যুন আলফায় বসবাসের জন্য অংশগ্রহণকারীদের আবেদন শুরু করবে শীঘ্রই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -