Mark Zuckerberg:যিনি ফেসবুক বানান, তিনিই তৈরি করলেন তলোয়ার! ভাইরাল জাকারবার্গের ভিডিও
যিনি ফেসবুক প্রতিষ্ঠা করেন, তিনি কি তলোয়ারও বানাতে পারেন? নাহ, ভুল পড়েননি। ফেসবুকের অন্যতম নির্মাতা মার্ক জাকারবার্গ বাস্তবেই নিজের হাতে তৈরি করে ফেলেছেন তলোয়ার। সে ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল। (ছবি:Mark Zuckerberg Insta)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভিডিওয় জাকারবার্গকে যেটি তৈরি করতে দেখা গিয়েছে, তার আসল নাম 'katana'। জাপানে এই ধরনের তলোয়ারের ব্যবহার বহু পুরনো। ধার ও শক্তি, দুটিই 'Katana'-র অন্যতম বৈশিষ্ট্য। (ছবি:Mark Zuckerberg Insta)
একেবারে গোড়া থেকে সেই তলোয়ারই তৈরি করেছেন জাকারবার্গ। অবশ্যই প্রশিক্ষকের তত্ত্বাবধানে। সেই পদ্ধতি ক্যামেরাবন্দি করে পরে ইনস্টাগ্রামে পোস্ট করতেই আলোড়ন। (ছবি:Mark Zuckerberg Insta)
নেটিজেনদের অনেকের অবশ্য বক্তব্য, যে ভাবে গরম ইস্পাতে আঘাত করে তলোয়ার তৈরি করছিলেন 'মেটা'-র সিইও, তা দেখে অনেকেই হয়তো বুঝবেন না যে এই কাজ তিনি প্রথম বার করছেন। (ছবি:Mark Zuckerberg Insta)
প্রশিক্ষকের সঙ্গে মিলে যে 'Katana' তিনি তৈরি করেন, সেটি যে গুণমানেও অত্যন্ত ভাল, সেটি আরও একটি ভিডিওয় স্পষ্ট হয়ে যায়। তলোয়ারের এক কোপে 'টার্গেট' ছেদ করেন তিনি। (ছবি:PTI)
সব কিছুর ছবি ও ভিডিও দিয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা লেখেন, 'মাস্টার আকিরা.কোকাজির সঙ্গে কাটানা তৈরি শেখার চেষ্টা করতে গিয়ে একটা দুরন্ত সুন্দর দুপুর কাটালাম। আপনার এই দক্ষতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।' (ছবি:PTI)
জাপালের এই তলোয়ার তৈরির পদ্ধতি বেশ পুরনো, সঙ্গে জটিলও বটে। কিন্তু সেটিও যেন অবলীলায় শিখে নিলেন মার্ক জাকারবার্গ। দেখেশুনে চমকে গিয়েছেন বহু নেটিজেনই। (ছবি:PTI)
একজন লেখেন, 'ও মাই গড, আপনি সামুরাইদের তলোয়ার বানিয়েছেন? কতক্ষণ লাগল বানাতে? দুর্দান্ত ব্যাপার।' আর একজনেরও একই রকম উচ্ছ্বাস ধরা পড়ে কমেন্টে। সবটা পড়লে হয়তো বাংলার সেই চেনা প্রবাদ মনে পড়ে যেতে পারে আরও একবার, 'যে রাঁধে, সে চুলও বাঁধে।' এখানে শুধু পরিপ্রেক্ষিতটা আলাদা...(ছবি:Mark Zuckerberg Insta)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -