Smartphones in India: একসময়ের জনপ্রিয় এই ফোনগুলি বর্তমানে 'উধাও' ভারতে, দেখুন তালিকা
ভারতের স্মার্টফোনের বাজারে এখন আধিপত্য রয়েছে চিনের বিভিন্ন মোবাইল সংস্থার। শাওমি, রিয়েলমি, পোকো, ওপ্পো, ভিভো- এইসব কোম্পানির প্রতিই বেশি ঝোঁজ গ্রাহকদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্যান্য ফোনের তুলনায় অনেকটা কম দামেও উল্লিখিত সংস্থাগুলির ফোন পাওয়া যায়। আর তাই জন্যই গ্রাহকদের মধ্যেও চাহিদা বেশি।
তবে একসময় ভারতের ফোনের বাজারে রীতিমতো 'রাজ' করত আরও বেশ কয়েকটি ফোনের সংস্থা, যার বর্তমানে আর দেশে নেই। অর্থাৎ একেবারে উধাও হয়ে গিয়েছে। সেই সমস্ত ফোনগুলিই একবার ফিরে দেখা যাক।
সোনি- একসময় ভারতের বাজারে ভাল ব্যবসা করেছিল সোনির ফোন। জনপ্রিয় হয়েছিল সোনি এক্সপিরিয়া মডেল। তবে ২০১৯ সালে ভারতে বন্ধ হয়ে যায় সোনির ফোন।
এলজি- গত বছর অর্থাৎ ২০২১ সালের এপ্রিল মাসে এলজি সংস্থা জানায় যে তারা আর স্মার্টফোন লঞ্চ করবে না। অথচ একসময় ভারত- সহ বিশ্বের অনেক বাজারে জনপ্রিয় ছিল এলজি কোম্পানির স্মার্টফোন।
ব্ল্যাকবেরি- QWERTY ফোনের দুনিয়ায় সাড়া জাগিয়ে লঞ্চ হয়েছিল ব্ল্যাকবেরি ফোন। তবে অ্যান্ড্রয়েড এবং আইওএস-র ক্রমশ উন্নতির কারণে চাহিদা কমতে থাকে ব্ল্যাকবেরি ফোনের। ২০২০ সালের অগস্ট মাসে ব্ল্যাকবেরি ফোন বন্ধ হয়।
এইচটিসি- ২০১৯ সালে ভারতের ফোনের বাজারে প্রত্যাবর্তন করেছিল এইচটিসি কোম্পানি। কিন্তু ব্যবসায় মন্দা হওয়ায় ভারতে এই সংস্থার ফোন বন্ধ হয়ে গিয়েছে।
বাজেট স্মার্টফোন হিসেবে ভারতের বাজারে দুর্দান্ত ভাবে আত্মপ্রকাশ করেছিল স্পাইস মোবাইল। তবে প্রতিযোগিতায় টিকতে পারেনি এই সংস্থার ফোন।
অ্যাফোর্ডেবল রেঞ্জে ভারতের বাজারে স্মার্টফোন লঞ্চ করেছিল প্যানাসোনিক সংস্থা। তবে তাদেরও ব্যবসায় মন্দা হওয়ায় ফোন বন্ধ করেছে তারা।
সাধ্যের মধ্যে দামে ভিডিওকনের ফোনও লঞ্চ হয়েছিল ভারতে। তবে অন্যান্য সংস্থার ফোনের সঙ্গে এই ফোনও প্রতিযোগিতায় টিকতে পারেনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -