Smartphones in India: একসময়ের জনপ্রিয় এই ফোনগুলি বর্তমানে 'উধাও' ভারতে, দেখুন তালিকা
প্রতীকী ছবি
1/10
ভারতের স্মার্টফোনের বাজারে এখন আধিপত্য রয়েছে চিনের বিভিন্ন মোবাইল সংস্থার। শাওমি, রিয়েলমি, পোকো, ওপ্পো, ভিভো- এইসব কোম্পানির প্রতিই বেশি ঝোঁজ গ্রাহকদের।
2/10
অন্যান্য ফোনের তুলনায় অনেকটা কম দামেও উল্লিখিত সংস্থাগুলির ফোন পাওয়া যায়। আর তাই জন্যই গ্রাহকদের মধ্যেও চাহিদা বেশি।
3/10
তবে একসময় ভারতের ফোনের বাজারে রীতিমতো 'রাজ' করত আরও বেশ কয়েকটি ফোনের সংস্থা, যার বর্তমানে আর দেশে নেই। অর্থাৎ একেবারে উধাও হয়ে গিয়েছে। সেই সমস্ত ফোনগুলিই একবার ফিরে দেখা যাক।
4/10
সোনি- একসময় ভারতের বাজারে ভাল ব্যবসা করেছিল সোনির ফোন। জনপ্রিয় হয়েছিল সোনি এক্সপিরিয়া মডেল। তবে ২০১৯ সালে ভারতে বন্ধ হয়ে যায় সোনির ফোন।
5/10
এলজি- গত বছর অর্থাৎ ২০২১ সালের এপ্রিল মাসে এলজি সংস্থা জানায় যে তারা আর স্মার্টফোন লঞ্চ করবে না। অথচ একসময় ভারত- সহ বিশ্বের অনেক বাজারে জনপ্রিয় ছিল এলজি কোম্পানির স্মার্টফোন।
6/10
ব্ল্যাকবেরি- QWERTY ফোনের দুনিয়ায় সাড়া জাগিয়ে লঞ্চ হয়েছিল ব্ল্যাকবেরি ফোন। তবে অ্যান্ড্রয়েড এবং আইওএস-র ক্রমশ উন্নতির কারণে চাহিদা কমতে থাকে ব্ল্যাকবেরি ফোনের। ২০২০ সালের অগস্ট মাসে ব্ল্যাকবেরি ফোন বন্ধ হয়।
7/10
এইচটিসি- ২০১৯ সালে ভারতের ফোনের বাজারে প্রত্যাবর্তন করেছিল এইচটিসি কোম্পানি। কিন্তু ব্যবসায় মন্দা হওয়ায় ভারতে এই সংস্থার ফোন বন্ধ হয়ে গিয়েছে।
8/10
বাজেট স্মার্টফোন হিসেবে ভারতের বাজারে দুর্দান্ত ভাবে আত্মপ্রকাশ করেছিল স্পাইস মোবাইল। তবে প্রতিযোগিতায় টিকতে পারেনি এই সংস্থার ফোন।
9/10
অ্যাফোর্ডেবল রেঞ্জে ভারতের বাজারে স্মার্টফোন লঞ্চ করেছিল প্যানাসোনিক সংস্থা। তবে তাদেরও ব্যবসায় মন্দা হওয়ায় ফোন বন্ধ করেছে তারা।
10/10
সাধ্যের মধ্যে দামে ভিডিওকনের ফোনও লঞ্চ হয়েছিল ভারতে। তবে অন্যান্য সংস্থার ফোনের সঙ্গে এই ফোনও প্রতিযোগিতায় টিকতে পারেনি।
Published at : 20 Jul 2022 03:33 PM (IST)