Samsung Smartphones: 'এখন কিনুন, পরে দাম দিন', ফ্ল্যাগশিপ ফোনে স্যামসাংয়ের নতুন অফার

Buy now, Pay later: স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে দারুণ অফার নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার সংস্থা। আগে ফোন কিনে পরে দাম দেওয়ার সুযোগ থাকতে চলেছে।

স্যামসাংয়ের স্মার্টফোন

1/10
দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোনের জন্য 'Buy now, Pay later' অপশন চালু করছে।
2/10
স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজ, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩- এই ফোনগুলির ক্ষেত্রে নতুন অফার প্রযোজ্য হবে।
3/10
আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা এবং প্যান ইন্ডিয়া রিটেল স্টোরের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য হবে।
4/10
স্যামসাংয়ের এই দুর্দান্ত অফারের ক্ষেত্রে ফোনের দামের ৬০ শতাংশ ১৮ মাসের কিস্তিতে পেমেন্ট করার সুযোগ পাবেন ক্রেতারা।
5/10
বাকি ৪০ শতাংশ পেমেন্ট করা যাবে ১৯তম কিস্তিতে। একে বলা হচ্ছে বুলেট পেমেন্ট।
6/10
তবে এই অফার পেতে হলে ১.৫ লক্ষ টাকা লিমিটের আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকতে হবে ক্রেতাদের কাছে।
7/10
ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে জিরো ডাউনপেমেন্ট এবং ১ শতাংশ মতো প্রসেসিং চার্জ রাখা হবে বলে জানা গিয়েছে।
8/10
এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি ২২ আলট্রা ৫জি ফোন কিনলে তার সঙ্গে ক্রেতারা পাবেন গ্যালাক্সি ওয়াচ ৪, মাত্র ২৯৯৯ টাকায়।
9/10
অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি ২২ ৫জি এবং গ্যালাক্সি ২২ প্লাস ফোন কিনলে ক্রেতারা গ্যালাক্সি বাডস ২ পাওয়া যাবে ২৯৯৯ টাকায়।
10/10
স্মার্টফোনের দুনিয়ায় এমনিতেই জনপ্রিয় স্যামসাং সংস্থা। এবার ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে তাদের এই অফারের কথা জেনে খুশি ক্রেতারা।
Sponsored Links by Taboola