Samsung Smartphones: 'এখন কিনুন, পরে দাম দিন', ফ্ল্যাগশিপ ফোনে স্যামসাংয়ের নতুন অফার
দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোনের জন্য 'Buy now, Pay later' অপশন চালু করছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজ, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩- এই ফোনগুলির ক্ষেত্রে নতুন অফার প্রযোজ্য হবে।
আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা এবং প্যান ইন্ডিয়া রিটেল স্টোরের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য হবে।
স্যামসাংয়ের এই দুর্দান্ত অফারের ক্ষেত্রে ফোনের দামের ৬০ শতাংশ ১৮ মাসের কিস্তিতে পেমেন্ট করার সুযোগ পাবেন ক্রেতারা।
বাকি ৪০ শতাংশ পেমেন্ট করা যাবে ১৯তম কিস্তিতে। একে বলা হচ্ছে বুলেট পেমেন্ট।
তবে এই অফার পেতে হলে ১.৫ লক্ষ টাকা লিমিটের আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকতে হবে ক্রেতাদের কাছে।
ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে জিরো ডাউনপেমেন্ট এবং ১ শতাংশ মতো প্রসেসিং চার্জ রাখা হবে বলে জানা গিয়েছে।
এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি ২২ আলট্রা ৫জি ফোন কিনলে তার সঙ্গে ক্রেতারা পাবেন গ্যালাক্সি ওয়াচ ৪, মাত্র ২৯৯৯ টাকায়।
অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি ২২ ৫জি এবং গ্যালাক্সি ২২ প্লাস ফোন কিনলে ক্রেতারা গ্যালাক্সি বাডস ২ পাওয়া যাবে ২৯৯৯ টাকায়।
স্মার্টফোনের দুনিয়ায় এমনিতেই জনপ্রিয় স্যামসাং সংস্থা। এবার ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে তাদের এই অফারের কথা জেনে খুশি ক্রেতারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -