Tech Tips: সাফ রাখুন মুঠোফোন, কীভাবে? দেখে নিন সহজ টিপস
কাজের জন্য বা অবসর সময়ে, হাতে ফোন থাকা এখন স্বাভাবিক ব্যাপার। কাজকর্ম থেকে বিনোদন সবই এখন বন্দি মুঠোফোনে। ফোনের গুরুত্ব যেমন বেড়েছে তেমনই ফোনের স্বাস্থ্যের দিকে নজর রাখাও প্রয়োজন হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের মুঠোফোন যাতে দীর্ঘদিন কার্যকরী থাকে। অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়। তার জন্য বেশ কিছু দিকে খেয়াল রাখতে হয়।
বলা হয়ে থাকে প্রতিনিয়ত মোবাইল সেট এবং প্রতিদিন ব্যবহার করা হয় এমন বৈদ্যুতিন গ্যাজেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তাহলে নিজেদের স্বাস্থ্যও ভাল থাকে।
তবে পরিষ্কার করতে হলে একেবারেই জল ছোঁবেন না। অ্যালকোহল-বেসড তরলই প্রয়োজন মোবাইল সেট পরিষ্কারের জন্য়
অ্যালকোহল-বেসড ওয়াইপ বা স্প্রে ব্যবহার করুন। ৭০ শতাংশ অ্যালকোহল দ্রবণ ব্যবহার করা আদর্শ।
ফোনের কভার, কেস, ফোনের টাচস্ক্রিন -এগুলির দিকে বেশি করে নজর দিন। পারলে প্রতিদিন বাড়ি ফিরে এগুলি পরিষ্কার করে ফেলুন। তাতে ফোনের আয়ু বাড়বে।
ফোনে সেটে সরাসরি স্যানিটাইজার স্প্রে করবেন না। বা স্যানিটাইজার তরল ফোনের উপর ঢালবেন না। বিশেষ করে, চার্জিং পয়েন্ট, হেডফোন জ্যাকের পয়েন্টে যেন তরল না ঢোকে।
নরম সুতির কাপড়ে স্যানিটাইজার ঢেলে তা দিয়ে পরিষ্কার করুন। প্রয়োজনে কোনও রবার ক্লথেও স্যানিটাইজার ঢেলে তা দিয়ে ফোন পরিষ্কার করতে পারেন।
ব্লিচ বা কাপড় কাচার সাবান কোনওভাবেই ব্যবহার করা চলবে না। তাতে ফোনের ক্ষতি হবে। বিশেষ করে ফোনের সার্কিট এবং স্ক্রিনের ক্ষতি হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -