Lost Or Stolen Phone: ফোন চুরি গিয়েছে ট্রেনে বাসে ? দ্রুত কী কী করণীয় ?‍

Things To Do After Losing Phone: ট্রেনে বাসের ভিড়ের মধ্যে অনেকেরই ফোন চুরি হয় বা হারিয়ে যায়। এই অবস্থায় দ্রুত কী কী করতে হবে ?

(ছবি ঋণ - পিক্স্যাবে)

1/10
প্রথমে স্থানীয় থানায় নিজের সচিত্র পরিচয়পত্র নিয়ে অভিযোগ দায়ের করতে হবে।(ছবি ঋণ - পিক্স্যাবে)
2/10
কোথায় কীভাবে ফোন হারিয়ে গিয়েছে তাঁর বিশদ বিবরণ দিতে হবে।(ছবি ঋণ - পিক্স্যাবে)
3/10
এর পর কেন্দ্রীয় সরকারের সঞ্চার সাথী পোর্টালে গিয়ে অভিযোগ দায়ের করতে হবে।(ছবি ঋণ - পিক্স্যাবে)
4/10
ব্লক লস্ট অর স্টোলেন মোবাইল অপশনে প্রথমে যান। এর পর সেখানে প্রথমে ফোনের তথ্য দিন।(ছবি ঋণ - পিক্স্যাবে)
5/10
স্টার দেওয়া তথ্যগুলি আবশ্যক। অর্থাৎ দিতেই হবে। পরের ধাপে আপনার থানার অভিযোগ সংক্রান্ত তথ্য দিতে হবে।(ছবি ঋণ - পিক্স্যাবে)
6/10
এই ধাপে সব তথ্যই আবশ্যক। অর্থাৎ দিতে হবে। এই ধাপ পেরোলে শেষ ধাপ।(ছবি ঋণ - পিক্স্যাবে)
7/10
শেষ ধাপে মোবাইলটি যার তাঁর ব্যক্তিগত তথ্য দিতে হবে। এর মধ্যে সবগুলি বাধ্যতামূলক নয়।(ছবি ঋণ - পিক্স্যাবে)
8/10
এর পর ক্যাপচা পূরণ করে সাবমিট করলেই ব্লক হয়ে যাবে আপনার হারানো ফোন। (ছবি ঋণ - পিক্স্যাবে)
9/10
ব্লক করার পর রিকোয়েস্ট আইডি পাবেন। সেটি দিয়ে স্ট্যাটাস চেক করা যাবে।(ছবি ঋণ - পিক্স্যাবে)
10/10
ভারতের মধ্যে ওই ফোন আর ব্যবহার করা যাবে না। কেউ ব্যবহার করতে গেলেই তার লোকেশন ধরা পড়ে যাবে।(ছবি ঋণ - পিক্স্যাবে)
Sponsored Links by Taboola