Whatsapp Upcoming Features: হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি আসছে এই ফিচারগুলি
জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে একগুচ্ছ নতুন ফিচার চালু হতে চলেছে। আগামী কয়েক মাসের মধ্যেই এইসব ফিচার হোয়াটসঅ্যাপে চালু হবে বলে অনুমান করা হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্য ইউজারের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখে বিরক্ত হলে আপনি সেখানে রিপোর্ট করতে পারবেন। অনেক ক্ষেত্রেই আপত্তিকর ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করে থাকেন অনেক ইউজার। এবার এমনটা হলে আর সমস্যা নেই।
শোনা যাচ্ছে, দ্রুত এই ফিচার হোয়াটসঅ্যাপে চালু হবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সূত্রে এমনটাই জানা গিয়েছে।
হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রেই একটি রিপোর্ট বাটন উপলব্ধ হবে। যদি কোনও ইউজার একটি হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট করেন তাহলে মডারেশন টিমের কাছে পৌঁছে যাবে কনটেন্ট।
হোয়াটসঅ্যাপের মডারেশন টিম ওই স্টেটাস কনটেন্ট রিভিউ অর্থাৎ পর্যবেক্ষণ করে দেখবে যে সেখানে সমস্যাজনক কিছু রয়েছে কিনা। তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শোনা যাচ্ছে, আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই নতুন ফিচারের নাম 'হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার'।
এই ফিচারের সাহায্যে ইউজাররা একটি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে অন্যত্র চ্যাট স্থানান্তর করতে পারবেন লোকাল নেটওয়ার্ক ব্যবহার করে।
হোয়াটসঅ্যাপ প্রক্সি সার্ভার ফিচারও আসতে চলেছে। প্রক্সি সার্ভারের মাধ্যমে ইন্টারনেট না থাকলেও চালাতে পারবেন হোয়াটসঅ্যাপ।
শুধু মোবাইল ইন্টারনেট নয় আপনার এলাকায় ইন্টারনেট না থাকলেও আপনি হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যবহার করতে পারবেন।
প্রায়শই ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একাধিক ফিচার লঞ্চ করে থাকে। ২০২২ সাল অর্থাৎ গতবছরও ট্রেন্ড বজায় রেখেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবছরেও অনেক নতুন ফিচার যুক্ত হবে হোয়াটসঅ্যাপে। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -