Worldwide Mobile Data Ranking: সস্তায় মোবাইল ডেটা দেয় কোন দেশ ? কত নম্বরে ভারত ?

Mobile Data: সস্তায় মোবাইল ডেটা দেওয়ার নিরিখে বিশ্বের ৫ নম্বরে স্থান পেয়েছে ভারত। cable.co.uk এর রিপোর্ট বলছে, বিশ্বের সবচেয়ে সস্তা পাঁচটি মোবাইল ডেটা দেশের মধ্যে নাম রয়েছে আমাদের।

Mobile Data

1/10
সস্তায় মোবাইল ডেটা দেওয়ার নিরিখে বিশ্বের ৫ নম্বরে স্থান পেয়েছে ভারত। cable.co.uk এর রিপোর্ট বলছে, বিশ্বের সবচেয়ে সস্তা পাঁচটি মোবাইল ডেটা দেশের কথা বললে, ইজরায়েলে ১ জিবি ডেটার গড় মূল্য ০.০৪ ডলার।
2/10
তার পরে রয়েছে ইতালি। যার ১ জিবি ডেটার গড় দাম ০.১২ ডলার। এরপর রয়েছে সান মারিনোর নাম। যেখানে ০.১৪ ডলারে ১ জিবি গড় ডেটা দেওয়া হয়। চতুর্থ স্থানে রয়েছে ফিজি। যার গড় ডেটার মূল্য ০.১৫ ডলার।
3/10
পঞ্চম স্থানে রয়েছে ভারত, যেখানে এক জিবি গড় ডেটার মূল্য পড়ে ০.১৭ ডলার। আমরা যদি ডেটা খরচের কথা বলি, তাহলে ইজরায়েল শীর্ষ স্থানে রয়েছে
4/10
অন্যদিকে, এমন পাঁচটি দেশ রয়েছে, যেখানে মোবাইল ডেটা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল। যেখানে গড়ে এক জিবি ডেটার জন্য অনেক খরচ করতে হয় ক্রেতাকে।
5/10
এরকম জায়গার মধ্যে রয়েছে সেন্ট হেলেনার নাম, যেখানে এক ডিবি ডেটার দাম ৪১.০৬ ডলার। ফোর্কল্যান্ড আইল্যান্ড যেখানে এক জিবি মোবাইল ডেটা পাবেন ৩৮.৪৫ ডলারে।
6/10
ব্যয়বহুল ডেটার নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে এই দ্বীপপুঞ্জ। এরপরে রয়েছে সাও টম ও প্রিন্সেপের নাম। এখানে এক জিবি ডেটার মূল্য ২৯.৪৯ ডলার। চতুর্থ স্থানে রয়েছে টোকেলো।
7/10
এখানে এক জিবি ডেটা পেতে আপনাকে খরচ করতে হবে ১৭.৮৮ ডলার। ইয়েমেনে আরও ব্যয়বহুল এই ডেটা। ১ জিবির জন্য খরচ পড়ে ১৬.৫৮ ডলার।
8/10
রিপোর্ট বলছে, বিশ্বের শীর্ষ ২০টি সস্তা মোবাইল ডেটা সরবরাহকারীর এক তৃতীয়াংশ এশিয়ান দেশগুলিতে রয়েছে। যেখানে ভারত ও নেপাল এই শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে।
9/10
গত ফেব্রুয়ারিতে, ভারতের অন্যতম প্রধান টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান দিয়েছে, যার দাম ছিল ১ টাকা। এর সময়সীমা ছিল ৩০ দিন, সর্বনিম্ন রিচার্জ প্ল্যানে ৩০ দিনের সময় সহ ১০০ এমবি মোবাইল ডেটা দিয়েছে কোম্পানি।
10/10
পাশাপাশি ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর MTNL ৪৭ টাকায় ৯০ দিনের ডেটা প্ল্যান দিয়েছে।
Sponsored Links by Taboola