Whatsapp: হোয়াটসঅ্যাপে আন্তর্জাতিক নম্বর থেকে ঘনঘন ফোন, মেসেজ, ভিডিও কল... ভারতে ইতিমধ্যেই ব্যান ৩৬ লক্ষের বেশি অ্যাকাউন্ট
Whatsapp: নতুন সিম নিয়ে থাকলে সেইসব ইউজার আন্তর্জাতিক নম্বর থেকে তুলনায় বেশি ফোন পাচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
হোয়াটসঅ্যাপে ভুয়ো ফোন (Fake Whatsapp Call) আসার পরিমাণ দিনদিন ক্রমশ বাড়ছে। ভারতীয়দের অনেকেই প্রতারণার শিকার হয়েছেন ইতিমধ্যেই। তাঁরা রিপোর্টও করেছেন।
2/10
আন্তর্জাতিক নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ক্রমাগত ভয়েস এবং ভিডিও কল আসছে। খারাপ উদ্দেশ্য নিয়ে সহজ সরল নেটিজেনদের নিশানা করছে স্ক্যামাররা।
3/10
এই ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া হবে তা আগেই জানিয়েছিল ভারত সরকার। সম্প্রতি কেন্দ্রের তরফে হোয়াটসঅ্যাপকে এ জাতীয় আপত্তিজনক অ্যাকাউন্ট নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ যেসব নম্বর থেকে ভুয়ো ফোন আসছে সেইসব নম্বরের সঙ্গে যুক্ত হোয়াটসঅ্যাপ অ্যাকাউট নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
4/10
এক্ষেত্রে ৩৬ লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল বা নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানিয়েছেন, ইতিমধ্যেই ৩৬ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ হয়েছে।
5/10
সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে মালয়েশিয়া, কেনিয়া, ভিয়েতনাম, ইথিওপিয়ার মতো দেশ থেকে ফোন আসছে। যে সমস্ত আইএসডি কোড প্রকাশ্যে এসেছে, তার থেকেই এইসব দেশের নাম প্রকাশ্যে এসেছে।
6/10
কিন্তু কেন এই সমস্ত ফোনকল হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে আসছে সেই প্রসঙ্গে সঠিক ভাবে এখনও কিছু জানা যায়নি। তবে ঘনঘন এই ফোন আসছে ইউজারদের কাছে।
7/10
এমনও হয়েছে যে একজন ইউজারের কাছে একই নম্বর থেকে একাধিকবার ফোন এসেছে। কিংবা একাধিক নম্বর থেকে বারংবার ফোন এসেছে হোয়াটসঅ্যাপে।
8/10
এক দিন অন্তর ২ থেকে ৪ বার ফোন এসেছে এমন পরিসংখ্যানও জানা গিয়েছে। নতুন সিম নিয়ে থাকলে সেইসব ইউজার আন্তর্জাতিক নম্বর থেকে তুলনায় বেশি ফোন পাচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
9/10
জানা গিয়েছে, +84, +62, +60, +251, +254 এবং আরও অনেক নম্বর থেকে ফোন এসেছে হোয়াটসঅ্যাপে। এইসব নম্বর থেকে ভয়েস কল, ভিডিও কল, মেসেজ সবই এসেছে ইউজারদের কাছে।
10/10
এর আগেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউজারদের টাকা লুঠ হয়েছে। কারণ এই অ্যাপের মাধ্যমে ইউজারদের নিশানা করা বেশ সহজ কাজ ছিল স্ক্যামারদের কাছে।
Published at : 18 May 2023 04:48 PM (IST)