Instagram: ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে ইনস্টাগ্রামের, ইউজারদের জন্য কী কী নতুন ফিচার আনতে চলেছে কর্তৃপক্ষ?
ইনস্টাগ্রাম ক্রমশ জনপ্রিয় হচ্ছে নেটিজেনদের মধ্যে। বিশেষ করে জেন-জি এর বড়ই পছন্দের এই ফটো শেয়ারিং অ্যাপ। আর তাই এখন ইনস্টাগ্রামের বিভিন্ন ফিচার আরও ভাল করে গড়ে তোলার জন্য তৎপর সংস্থা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপাতত ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ মনযোগ দিয়েছে ডিরেক্ট মেসেজ বা ডিএম ফিচারের দিকে। ইনস্টাগ্রামে এমন ফিচার আসতে চলেছে যার সাহায্যে আপনি কারও মেসেজ পড়লেও তিনি জানতে পারবেন না।
উদাহরণস্বরূপ- আপনাকে ইনস্টাগ্রামে ইনবক্সে জৈনিক ব্যক্তি মেসেজ করেছেন। আপনি হয়তো সেটা দেখলেন। কিন্তু তারপর আর কথা বাড়াতে ভাল নাই লাগতে পারে। এক্ষেত্রে অন্য জন যদি জানতে না পারেন যে আপনি তাঁর মেসেজ দেখেছেন, তাহলে সবচেয়ে ভাল হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে read receipts ফিচার অফ রাখার ব্যবস্থা রয়েছে। এই ফিচার চালু করলে আপনাকে কেউ মেসেজ পাঠালে এবং আপনি সেটা দেখলেও তা নীল রঙের ডবল ব্লু টিক হবে না। তেমনই সুবিধা এবার আসতে চলেছে ইনস্টাগ্রামে। আপনাকে কেউ মেসেজ পাঠালে এবং আপনি তা দেখলেও প্রেরক তা বুঝতে পারবেন না।
নিজের ইনস্টাগ্রাম চ্যানেলে একথা জানিয়েছেন মেটা সিইও মার্ক জুকেরবার্গ। আপাতত এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানা গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে নিশ্চয় তাড়াতাড়িই এই ফিচার চালু হবে সমস্ত ইনস্টাগ্রাম ইউজারদের জন্য।
সম্প্রতি ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসারি আরও একটি ফিচারের কথা ঘোষণা করেছেন। ইউজারদের সুবিধায় ইনস্টাগ্রামে একটি নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। ইনস্টাগ্রাম রিলসে গানের সঙ্গে সঙ্গে এবার গানের কথাও যুক্ত করা যাবে।
মেটা অধিকৃত ইনস্টাগ্রাম অ্যাপে এই নতুন ফিচার আসতে চলেছে। ইনস্টাগ্রাম স্টোরিতে আগেই এই সুবিধা পেয়েছেন ইউজাররা। এবার পাবেন রিলসেও। ফেসবুকের স্টোরির ক্ষেত্রে এই ফিচার আগেই চালু হয়েছিল।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসারি নিজের চ্যানেলে সম্প্রতি জানিয়েছেন, রিলস এডিট করার সময় ইউজাররা গানের কথা যুক্ত করার সুবিধা পাবেন। ইনস্টাগ্রাম স্টোরির মতো এই ফিচার চালু হতে চলেছে ইনস্টাগ্রাম রিলসে।
মোসারি বলেছেন, ইনস্টাগ্রাম ইউজারদের ক্ষেত্রে দেখা গিয়েছে তাঁদের অনেকেই ম্যানুয়ালি রিলসের মধ্যে গানের লিরিক্স যুক্ত করেন। আর তাই ইউজারদের সুবিধার জন্য এবার ইনস্টাগ্রাম স্টোরির মতো নতুন ফিচার রিলসের ক্ষেত্রেও চালু করছে সংস্থা।
আপাতত রোল আউট শুরু হয়েছে। ধীরে ধীরে এই ফিচারের সুবিধা পাবেন সব ইউজাররা। ইনস্টাগ্রাম রিলসে আরও অনেক নতুন ফিচার আগামী দিনে চালু হতে পারে বলেও আভাস পাওয়া গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -