৭ সেপ্টেম্বর নাকি অ্যাপেলের লঞ্চ ইভেন্ট! একসঙ্গে সাত ডিভাইস লঞ্চের সম্ভাবনা শোনা যাচ্ছে
শোনা যাচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর অ্যাপেল কর্তৃপক্ষ নাকি একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চাইছে। যদিও অ্যাপেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে এখনও এই ব্যাপারে কিছু ঘোষণা করেনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅ্যাপেলের এই লঞ্চ ইভেন্টে আইফোন ১৪ সিরিজের সঙ্গে অ্যাপেলের নতুন ওয়াচ সিরিজ এবং নতুন ট্যাব অর্থাৎ আইপ্যাড লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে।
আগে শোনা গিয়েছিল ১৩ সেপ্টেম্বর অ্যাপেলের লঞ্চ ইভেন্ট হতে পারে। সেখানেই হয়তো আইফোন ১৪ সিরিজ লঞ্চ হবে। এবার শোনা গিয়েছে সম্ভবত ৭ সেপ্টেম্বর অ্যাপেলের লঞ্চ ইভেন্ট আয়োজিত হতে পারে। সেখানে আইফোন ১৪ সিরিজ লঞ্চের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও ৭ সেপ্টেম্বরের লঞ্চ ইভেন্টে নাকি মোট ৭টি প্রোডাক্ট লঞ্চ করতে পারে অ্যাপেল কর্তৃপক্ষ। আইফোন ১৪ সিরিজের চারটি মডেল এবং তিনটি আইপ্যাড লঞ্চ হওয়ার কথা শোনা যাচ্ছে।
আইফোন ১৪ সিরিজে ‘মিনি’ মডেল লঞ্চ হবে না বলেই শোনা গিয়েছিল। তবে এবার আইফোন ১৪ সিরিজে ‘মিনি’ মডেল লঞ্চ হওয়ার কথাও শোনা যাচ্ছে।
প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল আইফোন ১৪ মিনি মডেলের পরিবর্তে আইফোন ১৪ ম্যাক্স মডেল লঞ্চ হবে। তবে এখন এই ‘ম্যাক্স’ ফোন লঞ্চ প্রসঙ্গে ধোঁয়াশা তৈরি হয়েছে।
আগে শোনা যাচ্ছিল ভ্যানিলা মডেল আইফোন ১৪- র পাশাপাশি আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেল লঞ্চ হতে পারে আইফোনের নতুন সিরিজে।
এখন শোনা যাচ্ছে আইফোন ১৪ সিরিজে মিনি মডেল লঞ্চেরও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে হয়তো আইফোন ১৪ সিরিজ থেকে ম্যাক্স মডেল লঞ্চ নাও হতে পারে।
অ্যাপেল কর্তৃপক্ষের তরফে অবশ্য এইসব প্রোডাক্ট লঞ্চের ব্যাপারে কিছুই জানানো হয়নি।
আইফোন ১৪ সিরিজ কবে লঞ্চ হবে, তার সঙ্গে আর কী কী অ্যাপেল ডিভাইস লঞ্চের পরিকল্পনা রয়েছে সব মিলিয়ে তৈরি হয়েছে জল্পনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -