iPhone Charging Tips: আইফোনে চার্জ দেওয়ার সময় কী কী বিষয় খেয়াল রাখবেন? দেখে নিন সহজ কিছু টিপস
অ্যান্ড্রয়েড ফোনের মতোই আইফোনের ব্যাটারি দীর্ঘদিন কার্যকর রাখতে চাইলে আইফোন চার্জে দেওয়ার সময় বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। তাহলেই দীর্ঘদিন ভালভাবে টিকবে আইফোনের ব্যাটারি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইফোনেও কখনই ১০০ শতাংশ চার্জ দেবেন না। ৮০ থেকে ৯০ শতাংশ চার্জ হয়ে গেলে আইফোনের চার্জিং বন্ধ করে দিতে হবে। একে বলা হয় পার্সিয়াল চার্জিং।
আইফোনে পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ দিলে অনেকক্ষেত্রেই ভোল্টেজের মাত্রা বেড়ে যায়। আর তা কখনই ব্যাটারি দীর্ঘদিন টিকিয়ে রাখার পক্ষে ভাল নয়। অতএব আইফোনে ১০০ শতাংশ চার্জ দেবেন না।
আইফোনে ১০০ শতাংশ চার্জ যেমন দেবেন না তেমনই ফোন ডেড হয়ে যেতে দেওয়াও ঠিক নয়। অর্থাৎ শূন্য শতাংশ চার্জ হতে দেবেন না আইফোনে। ২০ শতাংশের নীচে আইফোনের চার্জ নামতে দেবেন না।
যদি আইফোন ডেড হয়ে যায় অর্থাৎ চার্জ শূন্য হয়ে যায় এবং তারপর আপনি ১০০ শতাংশ পর্যন্ত আইফোনে চার্জ দেন, আর এটা যদি বারবার করতে থাকেন তাহলে আইফোনের ব্যাটারির মেয়াদ বেশিদিন নয়।
আইফোন চার্জে দিয়ে ফোন ব্যবহার করবেন না। গেম খেলা, ভিডিও দেখা, কথা বলা, গান শোনা এমনকি ফোনের কোনও ব্যবহারই চার্জে বসিয়ে করা উচিত নয়।
ক্রমাগত চার্জিং হতে থাকলে সেই সময় ফোন ব্যবহার করলে বিশেষ করে গেম খেললে ব্যাটারির উপর চাপ পড়ে। তার ফলে দ্রুত আইফোনের ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে।
আইফোনে চার্জ দেওয়ার সময় অ্যাপেলের অ্যাডাপ্টারই ব্যবহার করুন। যে সংস্থার ফোন তারই চার্জার ব্যবহার করা বাঞ্ছনীয়। আর ফাস্ট চার্জার যতটা সম্ভব কম ব্যবহার করতে পারলেই ফোনের পক্ষে ভাল।
ফোন এমন জায়গায় রেখে চার্জ দিন যেখানে ডিভাইস গরম হবে না। বিছানার উপর রেখে আইফোন চার্জ না দেওয়াই ভাল। টেবিল বা এই জাতীয় কোনও অংশে আইফোন কিংবা অন্যান্য স্মার্টফোন চার্জ দিতে হবে।
আইফোন কেনার পর নিঃসন্দেহে ইউজার চাইবেন তাঁর ডিভাইস দীর্ঘদিন ভাল থাকুক। উল্লিখিত নিয়মগুলি মেনে চলতে পারলে আইফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালভাবে চালু থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -