iPhone SE 4: আগের থেকে বড় ডিসপ্লে, নচ ডিজাইন থাকতে পারে আইফোন এসই মডেলের আসন্ন ভ্যারিয়েন্টে
শোনা যাচ্ছে, আইফোন এসই ৪ লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। যদিও অ্যাপেলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসূত্রের খবর আসন্ন আইফোন এসই ৪ মডেলে নাকি থাকতে চলেছে একটি ৬.১ ইঞ্চির LCD ডিসপ্লে। তার উপর আবার সেলফি ক্যামেরা সেট করার জন্য নাকি থাকতে পারে নচ কাট আউট।
শোনা যাচ্ছে যে আইফোন XR মডেলের মতো ডিজাইন থাকতে পারে আইফোন এসই ৪ মডেলে।
এতদিনে অ্যাপেল সংস্থা তাদের বাজেট মডেলের অর্থাৎ আইফোন এসই মডেলের তিনটি জেনারেশন লঞ্চ করেছে। চলতি বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল লেটেস্ট মডেল।
Macrumors- এর রিপোর্ট থেকে জানা গিয়েছে আইফোন এসই ৪ ফোনে থাকতে চলেছে ৬.১ ইঞ্চির LCD ডিসপ্লে। DSCC- এর এক অ্যানালিস্ট Ross Young এই ইঙ্গিত দিয়েছেন।
গত বছরের শুরুর দিকে এই অ্যানালিস্ট বলেছিলেন নেক্সট জেনারেশন আইফোন এসই মডেলে থাকতে পারে ৫.৭ ইঞ্চি থেকে ৬.১ ইঞ্চির মধ্যের আয়তনের একটি ডিসপ্লে।
এই ডিসপ্লের উপর আবার একটি পাঞ্চ হোল কাটআউট থাকার কথাও বলেছিলেন এই অ্যানালিস্ট। এখানে সেট থাকবে সেলফি ক্যামেরা সেনসর।
নতুন আধুনিক ডিজাইনের সঙ্গে কম পরিমাণে bezels, notch এবং ফেস আইডি ফিচারের সাপোর্ট থাকতে পারে আসন্ন আইফোনের মডেলে।
প্রসঙ্গত উল্লেখ্য আইফোন এসই (২০২২)- থার্ড জেনারেশন মডেল লঞ্চ হয়েছে চলতি বছর মার্চ মাসে। এই আইফোনের ৬৪ জিবি মডেল লঞ্চ হয়েছিল ৪৩,৯০০ টাকায়।
আইফোন এসই ৪ মডেল কবে লঞ্চ হতে পারে সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। এই ফোনের অন্যান্য কোনও ফিচার প্রসঙ্গেও আভাস পাওয়া যায়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -