iQoo Neo 7 5G: ভারতে হাজির আইকিউওও কোম্পানির নতুন ফোন, ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১০ মিনিটে!
ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৭ ৫জি ফোন। ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির এই ফোনের দাম এবং ফিচারগুলো দেখে নেওয়া যাক একঝলকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইকিউওও সংস্থার নিও সিরিজের এই ফোনে রয়েছে একটি ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
আইকিউওও নিও ৭ ৫জি ফোনে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এর সাহায্যে ফোনে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১০ মিনিটে।
এছাড়াও এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। এই ফোনে রয়েছে ইনবিল্ট ১২ জিবি র্যাম যা ২০ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মোডেলের দাম ২৯,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা।
Frost Blue এবং Interstellar Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৭ ৫জি ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে।
এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো) স্লট। Android 13-based Funtouch OS 13- র সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এছাড়াও ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে এই ফোনের ডিসপ্লেতে।
আইকিউওও নিও ৭ ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। তার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে।
মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে এই ফোনে। আর ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
আইকিউও নিও ৭ এসই ফোন গত বছর ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছিল চিনে। এরই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৭ ৫জি ফোন। ছবি সূত্র- ট্যুইটার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -