Jio & Airtel Plan Hike: জিও, এয়ারটেলের কোন প্ল্যানে কত খরচ পড়বে আজ থেকে ? দেখে নিন তালিকা
আজ থেকে ট্যারিফ বাড়ছে জিও ও এয়ারটেল দুই সংস্থারই।(প্রতীকী ছবি ঋণ - ফ্রিপিক))
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজিওর রিচার্জ প্ল্যানের ট্যারিফ বেড়েছে প্রায় ২১ থেকে ২৬ শতাংশ। (প্রতীকী ছবি ঋণ - পিটিআই)
এর ঠিক পরের দিনই এয়ারটেল তাদের নতুন রিচার্জ প্ল্যান ঘোষণা করে। (প্রতীকী ছবি ঋণ - পিটিআই)
তার পর দিন আরেকটি টেলিকম সংস্থা ভোডাফোনও নয়া প্ল্যান ঘোষণা করেছে। যদিও ভোডাফোন আইডিয়ার প্ল্যান চালু হবে ৪ জুলাই থেকে। (প্রতীকী ছবি ঋণ - পিটিআই)
এয়ারটেল ও জিও উভয়ের প্ল্যান আজ অর্থাৎ ৩ জুলাই থেকে শুরু হচ্ছে। (প্রতীকী ছবি ঋণ - পিটিআই)
কার প্ল্যানে এই মুহূর্তে রিচার্জ করলে কত খরচ পড়তে পারে, তা দেখে নিন নিচের তালিকা থেকে। প্রতিটি রিচার্জেরই বিশদ তালিকা দেওয়া হল। (প্রতীকী ছবি ঋণ - পিটিআই)
জিও-তে ২৮ দিনে ২০৯ টাকায় প্রতিদিন ১ জিবি ডেটার প্ল্যান বর্তমানে ২৪৯ টাকা। ২৩৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটার প্ল্যানটির বর্তমান দাম ২৯৯ টাকা। ২৯৯ টাকায় প্রতিদিন ২ জিবি ডেটার প্ল্যানটির বর্তমান দাম ৩৪৯ টাকা। (প্রতীকী ছবি ঋণ - পিটিআই)
৮৪ দিনের জন্য ৬৬৬ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটার প্ল্যানটি বর্তমানে ৭৯৯ টাকা। ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটার প্ল্যানটি বর্তমানে ৮৫৯ টাকা। (প্রতীকী ছবি ঋণ - পিটিআই)
এয়ারটেলে ২৮ দিনের প্ল্যানে ২৬৫ টাকার প্ল্যানের দাম হল ২৯৯ টাকা। ২৯৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটার প্ল্যানটির দাম হল ৩৪৯ টাকা।
অন্যদিকে ৮৪ দিনের প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটার প্ল্যানের দাম হল ৮৫৯ টাকা। ৮৩৯ টাকার প্ল্যানটির দাম হল ৯৭৯ টাকা। (প্রতীকী ছবি ঋণ - পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -