আর্থিক প্রতারণার নতুন ফাঁদ Juice Jacking, এটি আসলে কী? কীভাবে এর মাধ্যমে আপনি প্রতারিত হতে পারেন?
আমরা অনেকেই বেড়াতে যাওয়ার সময় কিংবা দূরের যাতায়াতের ক্ষেত্রে পাবলিক চার্জিং স্টেশন বা পয়েন্টে ফোন চার্জে দিয়ে থাকি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি প্রকাশ্যে এসেছে এক বিপজ্জনক তথ্য। এভাবে যেখানে সেখানে ফোন চার্জে দিলেও আর্থিক প্রতারণার শিকার হতে পারেন ফোনের মালিক।
প্রতারণার এই নয়া কৌশলের নাম Juice Jacking। এটি আসলে কী? কীভাবে এর মাধ্যমে আপনি প্রতারণার শিকার হতে পারেন, জেনে নেওয়া প্রয়োজন।
পাবলিক চার্জিং পোর্টের সাহায্যে ইউজারদের তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। আজকাল স্মার্টফোনে প্রচুর তথ্য সঞ্চিত থাকে। আর সেই ডিভাইসের অ্যাকসেস একবার হ্যাকারদের হাতে চলে এলে সর্বনাশ হতে বেশিক্ষণ সময় লাগবে না।
শুধু ভারত নয়, বিশ্বের অনেক দেশেই এই পদ্ধতিতে প্রতারণার জাল বিস্তার করছে হ্যাকাররা। Juice Jacking হল এক ধরনের সাইবার অ্যাটাক যেখানে হ্যাকার বা স্ক্যামাররা পাবলিক প্লেসে ভুয়ো চার্জিং স্টেশন তৈরি করে।
চার্জিং স্টেশন এমনভাবেই ডিজাইন করা হয় যাতে কোনও ডিভাইস প্লাগ-ইন করা হলেই তার মধ্যে থাকা সেনসিটিভ তথ্য চুপিসাড়ে হাতিয়ে নিতে পারে হ্যাকাররা।
ভুয়ো চার্জিং পয়েন্টে কেউ নিজের ডিভাইস প্লাগ-ইন করলে স্ক্যামাররা ওই ডিভাইসের অ্যাকসেস পেয়ে যায়। তারপর পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডে বিস্তারিত তথ্য, অন্যান্য ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার পর্ব শুরু হয়।
অনেকসময় ইউজারের ডিভাইসে ম্যালওয়্যার সেট করেও দেওয়া হয়। এর ফলে ওই ডিভাইসের পুরো অ্যাকসেস এবং নিয়ন্ত্রণ চলে আসে হ্যাকারদের হাতে।
সতর্ক থাকার জয় বাইরে বেরোলে সঙ্গে শক্তিশালী পোর্টেবল পাওয়ার ব্যাঙ্ক রাখুন। অচেনা ওয়াই-ফাই, ব্লুটুথ নেটওয়ার্কে ফোন সংযুক্ত করবেন না। অটো কানেকশন বন্ধ রাখুন।
আপনি ব্যবহার করতে পারেন একটি USB ডেটা ব্লকার। ছোট্ট অ্যাডাপ্টার জাতীয় এই টুল বা যন্ত্রাংশ চার্জিং স্টেশন এবং আপনার ডিভাইসের মধ্যে যদি তথ্যের কোনও আদানপ্রদান হয় তা রুখে দিতে সাহায্য করবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -