Layoffs: থামছেই না কর্মী ছাঁটাই প্রক্রিয়া, এখনও কোন কোন সংস্থায় জারি রয়েছে ছাঁটাই? রইল তালিকা
দ্বিতীয় দফায় ডিজনি (Disney) সংস্থায় শুরু হয়েছে কর্মী ছাঁটাই (Layoffs)। কিছুদিন আগেই Walt Disney সংস্থার এই কর্মী ছাঁটাই প্রসঙ্গে আভাস পাওয়া গিয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্লুবার্গের রিপোর্ট সূত্রে খবর Walt Disney-র বিনোদন বিভাগে কর্মরতদের ১৫ শতাংশ ছাঁটাই হতে পারে এই দফায়। চলতি বছর মার্চ মাসে প্রায় ৭০০০ কর্মী ছাঁটাই করেছে Walt Disney সংস্থা।
এবার দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই করতে চলেছে এই বিনোদন সংস্থা। প্রায় ৪০০০ কর্মী এই দফায় চাকরি খোয়াতে পারেন ডিজনি সংস্থা থেকে।
শুধু তাই নয়, দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই শুরুর সঙ্গে সঙ্গেই তৃতীয় দফার কর্মী ছাঁটাইয়ের আভাসও পাওয়া গিয়েছে। তবে সেই সম্পর্কে বিশদে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
এবার কর্মী ছাঁটাই (Layoffs) হতে চলেছে লেনোভো (Lenovo) সংস্থাতেও। জানা গিয়েছে, লেনোভোর PC ডেস্কটপের ব্যবসাতেও অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে।
তার জেরে এবার ডেস্কটপ অর্থাৎ কম্পিউটার বা PC নির্মাণ বন্ধ করতে চলেছে লেনোভো সংস্থা। এর পাশাপাশি গ্লোবাল স্তরে কর্মী ছাঁটাইয়ের পথেও হাঁটবে লেনোভো সংস্থা।
মূলত খরচ নিয়ন্ত্রণের জন্যই এই কর্মী ছাঁটাই করা হবে। জানা গিয়েছে ১১৫ মিলিয়ন ডলার খরচ নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে লেনোভো সংস্থার।
আর তার জেরেই এবার ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে লেনোভো সংস্থা। কত সংখ্যক কর্মী ছাঁটাই করবে লেনোভো কর্তৃপক্ষ তা এখনও স্পষ্ট নয়।
২০২২ সালের শেষভাগ থেকে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে বিশ্বজুড়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থায়। বিশ্বের প্রথম সারির তাবড় সব টেক কোম্পানিতেই হয়েছে কর্মী ছাঁটাই।
উল্লেখ্য, বিশ্বের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে (IT Companies) কোনওভাবেই থামছে কর্মী ছাঁটাই (Employee Layoffs) প্রক্রিয়া। সম্প্রতি মেটা, অ্যাকসেঞ্চার এবং অ্যামাজন সংস্থা থেকে নতুন করে কর্মী ছাঁটাইয়ের খবর পাওয়া গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -