Tech Tips: আর্থিক লেনদেনে কোন ৪ ডিজিট পিনগুলি নিরাপদ ?
২০২৪ সালের প্রথম তিন মাসে ৩৩ শতাংশ বেড়েছে সাইবার অ্যাটাক।(ছবি ঋণ - ফ্রিপিক)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয়রা সবচেয়ে বেশি সাইবার প্রতারণার শিকার।(ছবি ঋণ - ফ্রিপিক)
সাধারণত দুর্বল পিন ও পাসওয়ার্ডের জন্যই প্রতারণা বেশি হয়।(ছবি ঋণ - ফ্রিপিক)
ইনফরমেশন ইজ বিউটিফুলের সাম্প্রতিক একটি সমীক্ষা করে। ৩৪ লাখ পিন পরীক্ষা করে তারা।(ছবি ঋণ - ফ্রিপিক)
কিছু নির্দিষ্ট পিন অনেকেই ব্যবহার করেন। ফলে তারা সাইবার অপরাধের শিকার হন।(ছবি ঋণ - ফ্রিপিক)
এই পিনগুলি হল 1234, 1111, 0000, 1212, 7777, 1004, 2000, 4444, 2222, 6969(ছবি ঋণ - ফ্রিপিক)
অন্যদিকে খুব কম ব্যবহার হয় এমন কিছু পিনের তালিকাও প্রকাশ করেছে ওই সংস্থা। (ছবি ঋণ - ফ্রিপিক)
এই পিনগুলি হল। 8557, 8438, 9539, 7063, 6827, 0859, 6793, 0738, 6835, 8093 অর্থাৎ এই পিনগুলি ব্যবহার করলে অপেক্ষাকৃত প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি কম।(ছবি ঋণ - ফ্রিপিক)
কিন্তু পিন সবসময় নিজের ইচ্ছেমতো সেট করাই ভাল। প্রতিবেদনের এই পিনগুলি অনেক পাঠকই দেখছেন। তাই এই দেখে এই পিন সেট না করাই ভাল। (ছবি ঋণ - ফ্রিপিক)
ডিসক্লেমার - এবিপি লাইভ বাংলা কোনওভাবেই আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য কোনও পরামর্শ দেয় না। এই ব্যাপারে বিশেষজ্ঞর সঙ্গে আলোচনা করুন। (ছবি ঋণ - ফ্রিপিক)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -