Leonardo da Vinci: জন্মই হয়নি নিউটনের, ছিল না আপেল গাছও, ঢের আগেই সারসত্য বুঝেছিলেন দা ভিঞ্চি!
প্লেগ তখন কাবু করে ফেলেছে ইংল্যান্ডকে। রক্ষা পেতে সব গুছিয়ে বাড়ি চলে গিয়েছিলেন। কিন্তু গ্রীষ্মের দাবদাহে ঘরবন্দি থাকা যায় কহাঁতক!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই গিয়ে বসেছিলেন বাগানের আপেল গাছের নিচে। ভাগ্যিস গিয়েছিলেন! তাতেই বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য উদঘাটিত হয়। গাছ থেকে খসে পড়া আপেল দেখে মাধ্যাকর্ষণ শক্তির সূত্র বাঁধেন আইজ্যাক নিউটন।
আজও মাধ্যাকর্ষণ সূত্রের জনক হিসেবে গোটা বিশ্বের কাছে প্রণম্য তিনি। কিন্তু আইজ্যাক নিউটনের ঢের আগেই মাধ্যাকর্ষণ শক্তির টের পেয়েছিলেন নাকি লিওনার্দো দা ভিঞ্চি! তাঁর আঁকাঝোঁকা অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে।
চিত্রশিল্পী হিসেবেই মূলত ভিঞ্চিকে চেনে গোটা বিশ্ব। কিন্তু বিজ্ঞান গবেষণাতও নজির রেখে গিয়েছেন তিনি। মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে অনেক আগেই তাঁর মস্তিষ্কে বোঝাপড়া তৈরি হয়েছিল।
ভিঞ্চির কথা উঠলেই, সবার আগে ‘মোনালিসা’র কথা মনে পড়ে সকলের। ‘দ্য লাস্ট সাপার’, ‘ভিত্রুভিয়ান ম্যান’ও রয়েছে সেই তালিকায়। এমনকি হেলিকপ্টারের নকশাও কাগজ-পেন্সিলে ফুটিয়ে তুলেছিলেন তিনি। তাও আবার আজ থেকে প্রায় ৫০০ বছর আগে।
বাইসাইকেল, হেলিকপ্টার, ট্যাঙ্ক, এবং বিমানের নকশাও তৈরি করেন। তাঁর সৃষ্টির অধিকাংশই হারিয়ে গিয়েছে। তবে যেটুকু হাতে এসেছে, তা বিস্নয় জাগানোর জন্য় যথেষ্ট।
ভিঞ্চির এই গবেষণা এবং গ্যালিলিও গ্যালিলেইয়ের ‘দ্য ল অফ ফ্রি ফল’ (বাতাসমুক্ত স্থানে সব বস্তুর সমান গতিতে নিচে নেমে আসা এবং সমান ত্বরণ সৃষ্টি করা) তত্ত্বকে কাজে লাগিয়েই আরও পরে সমতা নীতি বাঁধেন অ্যালবার্ট আইনস্টাইন।
নিজের গবেষণা নিয়ে কতদূর এগিয়েছিলেন ভিঞ্চি, জানা নেই। তবে তাঁর চিন্তা-ভাবনা যে যুগের থেকে অনেক এগিয়ে ছিল, কত দূরদর্শী ছিলেন তিনি, সে ব্যাপারে নিশ্চিত বর্তমান যুগের বিজ্ঞানীরা।
বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী নন শুধু, স্থপতি, উদ্ভাবক, প্রকৌশলী, বিজ্ঞানী এবং অঙ্গব্যবচ্ছেদ বিশেষজ্ঞো ছিলেন ভিঞ্চি। নিজের শিক্ষক ছিলেন নিজেই। গোপন নোটবুকে লিখে রাখতেন সব আবিষ্কার, গবেষণার তত্ত্ব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -