Virus Attack: গোপন ফাইলের সঙ্গে চুরি যাবে টাকা, যদি ফোনে থাকে এই অ্যাপগুলি
ফের ম্যালওয়্যারের (Malware Attack)হানায় ত্রস্ত গুগল। খবর সামনে আসতেই তড়িঘড়ি অ্যাপগুলিকে গুগল প্লে-স্টোর (Google Playstore)থেকে সরিয়ে দিয়েছে কোম্পানি। সম্প্রতি ৮টি এরকম ম্যালওয়্যার অ্যাপস পাওয়া গিয়েছে প্ল-স্টোরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি নতুন এই ম্যালওয়্যারের বিষয়টি সামনে এনেছেন একজন সুরক্ষা বিশেষজ্ঞ। তিনি জানিয়েছেন, এই ধরনের ৮টি অ্যান্ড্রয়েড অ্যাপের থেকে তৈরি হচ্ছে সমস্যা।
এই অ্যাপগুলি আপনার অনুমতি ছাড়াই প্রিমিয়াম পরিষেবা সাবস্ক্রাইব করে দিচ্ছে। এই ম্যালওয়ারের নাম Autolycos। আশ্চর্যের বিষয়, এখনও পর্যন্ত ৩০ লাখেরও বেশি মানুষ এই অ্যাপগুলো ডাউনলোড করেছেন। তবে এখন এই আটটি অ্যাপকে গুগল তার প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে।
সাইবার সিকিউরিটি ফার্ম অ্যাভেনার নিরাপত্তা গবেষক ম্যাক্সিম ইনগ্রাও টুইটারে এই ম্যালওয়্যার সম্পর্কে তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, অটোলাইকোস নামের নতুন ম্যালওয়্যার পাওয়া গিয়েছে। যা গুগল অ্যাপ স্টোরের প্রায় আটটি অ্যাপে পাওয়া গিয়েছে। অটোলাইকোস ব্যবহারকারীদের ব্যক্তিগত বিবরণ ও ডেটা চুরির কাজ করে।
এমনকী এই ম্যালওয়্যারটি ব্যবহারকারীর অজান্তেই এসএমএসও পড়ে ফেলে। অটোলিকোস রিমোট ব্রাউজারে ইউআরএল চালায় ও ওয়েবভিউ ছাড়াই HTTP অনুরোধ অনুমোদন করে। যা এককথায় এই ধরনের অ্যাপ ব্যবহারকারীর মারাত্মক ক্ষতি করে।
খবরটি সামনে আসতেই গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপগুলি সরিয়ে ফেলা হয়েছে। 1 Creative 3D Launcher 2 Gif Emoji Keyboard 3 Vlog Star Video Editor 4 Wow Beauty Camera 5 Freeglow Camera 6 Coco Camera v1.1 আরও আছে তালিকায়।
কীভাবে ম্যালওয়্যার অ্যাপস রিমুভ করবেন ? ১ আপনার মোবাইলেও যদি এই অ্যাপগুলির থাকে, তবে এই অ্যাপটি সরাতে অ্যান্ড্রয়েড ডিভাইসের সেটিংসে যান। ২ তারপর অ্যাপ বিভাগে যান। ৩ সেখানে অ্যাপের তালিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করুন।
৪ এবার এই অ্যাপগুলি অবিলম্বে আনইনস্টল করুন। ৫ 'আন-ইনফরমড' কোনও অ্যাপ থাকলে তা বন্ধ করুন। ৬ তারপরে ফাইল ম্যানেজারে যান ও সেই অ্যাপের সঙ্গে যুক্ত সমস্ত ফাইল মুছে ফেলুন।
অবিলম্বে এই অ্যাপ আনইনস্টল না করলে ভুগতে হবে আপনাকে। সেই ক্ষেত্রে টাকা চুরির পাশাপাশি হারাতে পারেন গোপন তথ্য।
এতদিন এই অ্যাপগুলি থেকে বহু মোবাইল ইউজারের কাছে গিয়েছে এই ভাইরাস। সেই ক্ষেত্রে আপনার অজান্তেই মোবাইলের ক্ষতিসাধান করেছে অ্যাপগুলি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -