Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Layoffs: ভোর চারটেয় মেটা কর্মীকে ছাঁটাইয়ের নোটিস, তৃতীয় দফায় মেটায় চালু ছাঁটাই
নতুন করে কর্মী ছাঁটাই শুরু হয়েছে মেটা সংস্থায়। এর আগেও দু'দফায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে মেটা কর্তৃপক্ষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন দফার কর্মী ছাঁটাই শুরু হওয়ার পাশাপাশি প্রকাশ্যে এসেছে অদ্ভুত সব খবর। সম্প্রতি শোনা গিয়েছে, ভোর চারটের সময় আচমকাই মেটা'র এক কর্মী ছাঁটাইয়ের নোটিস পেয়েছেন।
নতুন দিন শুরুর আগেই ওই কর্মী জানতে পেরেছেন যে ওটাই মেটা সংস্থায় তাঁর কাজের শেষদিন।
জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে এক মহিলা কর্মীর সঙ্গে। এর আগে মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন চাকরি খুইয়েছেন কিছু কর্মী। অন্তঃসত্ত্বা অবস্থাতেও চাকরি খোয়াতে হয়েছে।
মেটা কর্তৃপক্ষ প্রথম কর্মী ছাঁটাই করেছিল গতবছর নভেম্বর মাসে। সেই সময় প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করা হয়। এরপর চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে দ্বিতীয় দফায় আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে।
নতুন করে কর্মী ছাঁটাই শুরু মেটায়, এবার নিশানায় সফটওয়্যার ইঞ্জিনিয়াররা, তালিকায় রয়েছে টেকনিক্যাল বিভাগে থাকা লোকজন।
এই টেকনিক্যাল রোলের তালিকায় রয়েছে ইউজার এক্সপিরিয়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, গ্রাফিক্স প্রোগ্রামিং এবং আরও অনেক কিছুর সঙ্গে যুক্ত কর্মীরা।
এর পাশাপাশি মেটা পরিকল্পনা করেছে ব্যবসায়িক পদে থাকা বিভিন্ন বিভাগ থেকে ছাঁটাই হবে যেমন- ফিন্যান্স, লিগাল, এইচআর- এইসব বিভাগের কর্মীদের পিঙ্ক স্লিপ দেওয়া হবে।
তৃতীয় দফার ছাঁটাই পর্বে চার হাজারের বেশি কর্মী চাকরি খোয়াতে পারেন বলে অনুমান করা হচ্ছে। আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি এখনও।
এপ্রিল মাসে যে মেটায় তৃতীয় দফায় কর্মী ছাঁটাই হতে চলেছে সেই বার্তা ম্যানেজারদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -