MG ZS Review: একবার চার্জ দিলেই ছুটবে ৩৭০ কিলোমিটার, চিন্তা নেই পেট্রোলের
ভারতে বাড়ছে ইলেকট্রিক ভেহিকলের (Electric Vehicle) বা EV-গাড়ির চাহিদা। কিন্তু চাহিদার তুলনায় জোগান তুলনায় কম। সেই প্রয়োজন মেটাতে ভারতের বাজারে এল MG Motor-এর ZS মডেলের নতুন ফেসলিফ্ট ভার্সন। নতুন মডেলে জুড়েছে একাধিক ফিচার, বেড়েছে ব্যাটারির আয়তনও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসহজে গাড়ি চালাতে EV-এর জুড়ি নেই। কিন্তু চিন্তা থাকে ব্য়াটারি নিয়ে। সেই চিন্তা এবার মিটে যাবে বলে বার্তা সংস্থার তরফে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে MG ZS-এর নয়া মডেলে রেঞ্জ হবে ৪৬১ কিলোমিটার। নতুন মডেলে আয়তনে বেড়েছে গাড়ির ব্যাটারিও।
শহরের মধ্যে এবং হাইওয়েতে eco-মোডে চালিয়ে দেখা হয়েছে গাড়িটি। প্রবল যানজটে থাকা রাস্তাতেও গাড়ি চালানো হয়েছে। তাতে ৩৭০ থেকে ৩৮০ কিলোমিটারের রেঞ্জ (Range) পাওয়া গিয়েছে। রাস্তার অবস্থা, আবহাওয়া, গাড়ির যাত্রী সংখ্যা এবং মোডের উপর রেঞ্জ নির্ভর করে। তবে sports মোডের ক্ষেত্রে কমে যাবে রেঞ্জ।
নতুন ZS মডেলে রয়েছে 176bhp। শহরের রাস্তায় যানজটে গাড়ি চালানোর জন্য সবচেয়ে ভাল eco mode. যেকোনও EV-এর মতোই এই গাড়িতেও অ্যাকসিলেরেশন (acceleration) খুব ভাল। sports mode-এ যা আরও ভাল বোঝা যাবে। তবে বেশি গতিবেগেও গাড়ির কন্ট্রোল বেশ ভাল থাকে।
এই দামের সেগমেন্টের মধ্য়ে অন্দরসজ্জার দিক থেকে এই মডেল প্রথম দিকে থাকবে। গাড়ির ভিতরে যে জিনিস ব্যবহার করা হয়েছে, তা অত্যন্ত উচ্চমানের। নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টারও অত্যন্ত উন্নত। নতুন মডেলে রয়েছে ১০.১ ইঞ্চির টাচস্ক্রিন। EV-সংক্রান্ত একাধিক তথ্য দেখা যাবে সেখানে, যার ফলে গাড়ি চালাতেও নানা সুবিধে হবে।
ZS-এর নতুন মডেলে রয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, প্যানোরামিক সানরুফ, পিছনের আসনে রয়েছে আর্মরেস্ট। রয়েছে গাড়ি সংক্রান্ত একাধিক আধুনিক ফিচার। গাড়ির চাবি হারিয়ে গেলে যাতে সমস্যা না হয়, তার জন্য রয়েছে ডিজিটাল ব্লুটুথ কি (digital Bluetooth key)। গাড়ির ভিতরে জায়গাও পর্যাপ্ত। চার আসনের গাড়িটির পিছনের আসনের যাত্রীদের জন্যও পা রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে।
সুরক্ষার দিকেও খেলায় রেখেছে সংস্থা। এই মডেলে রয়েছে ৬টি এয়ারব্যাগ। গাড়ির ভিতরে বাতাসের মান ঠিক রাখার জন্য রয়েছে বিশেষ প্রযুক্তি এয়ার ফিল্টার। ওয়ারলেস চার্জিংয়ের ব্যবস্থাও রয়েছে। নতুন ZS মডেলে রয়েছে স্লিম এলইডি হেডল্যাম্প, ফ্রন্ট গ্রিল ও বাম্পারেও নজর কাড়বে গাড়িটি। রয়েছে ১৭ ইঞ্চির অ্য়ালয় হুইল। সঙ্গে এলইডি টেইল ল্যাম্প।
আগের মডেলের থেকে নতুন মডেলে চার্জিং এর জায়গা বদল হয়েছে। আগে লোগোর জায়গায় ছিল। এখন তার পাশে চার্জিং পয়েন্ট হয়েছে। MG পোর্টেবল চার্জার দিচ্ছে। তার সঙ্গেই fast AC charger দিচ্ছে। যেটা fast DC charging-এর সঙ্গেও মানানসই। ঘরেই ৯ ঘণ্টায় পুরো ব্যাটারি চার্জ হতে পারে।
গাড়িটির এক্স-শোরুম প্রাইস ২৫.৮ লক্ষ টাকা। MG ZS-মডেল ৫০ লক্ষ টাকা দামের নীচে একমাত্র EV যা এত ভাল রেঞ্জ দেয়। যা দাম এবং যা ফিচার তাতে এখনই এই মডেলের কোনও প্রতিযোগী বাজারে নেই। বরং তেলের ঊর্ধ্বগামী দামের দিকে তাকিয়ে MG ZS facelift ক্রেতাদের পছন্দের তালিকাতেই থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -