মোবাইল থেকে বড় সাইজের ফাইল পাঠাতে চান, রাখুন এই অ্যাপগুলি

Apps: মোবাইল থেকে বড় সাইজের ফাইল শেয়ার করার জন্য বেশ কয়েকটি অ্যাপ রাখতে পারেন আপনার ফোনে।

প্রতীকী ছবি

1/10
মোবাইল ফোন থেকে বড় সাইজের ফাইল পাঠানোর ক্ষেত্রে অনেকসময়েই সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধান করতে ফোনে রাখতে পারেন বেশ কিছু অ্যাপ।
2/10
এইসব অ্যাপের সাহায্যে অনায়াসেই আপনি নিজের ফোন থেকে বড় সাইজের ফাইল কম সময়ে দ্রুত গতিতে পাঠাতে পারবেন।
3/10
এই অ্যাপগুলোর সাহায্যে আপনি ফোনে থাকা বড় সাইজের ছবি, ভিডিও, মিউজিক ফাইল ও অন্যান্য অ্যাপ ট্রান্সফার করা সম্ভব।
4/10
শুধু ফাইল নয়, বড় সাইজের ফোল্ডারও পাঠানো যায়। এই অ্যাপগুলোর মাধ্যমে ট্রান্সফার করার সময় ওয়াই-ফাইয়েরও প্রয়োজন হয়।
5/10
এবার দেখে নেওয়া যাক বড় সাইজের ফাইল সহজে ট্রান্সফার করার জন্য নিজের ফোনে কোন কোন অ্যাপ রাখতে পারেন।
6/10
SHAREit- শেয়ার ইট অ্যাপ রাখতে পারেন ফোনে। এর সাহায্যে বড় ফাইল খুব কম সময়ে এক ফোন থেকে অন্য ফোনে পাঠানো সম্ভব।
7/10
Send Anywhere- এটি একটি লং ডিসটেন্স ফাইল শেয়ারিং অ্যাপ। অর্থাৎ দূরে থাকা ডিভাইসেও আপনি বড় সাইজের ফাইল অনায়াসেই পাঠাতে পারবেন।
8/10
এই অ্যাপ ব্যবহার করলে বড় সাইজের ফাইল ট্রান্সফার করার জন্য দুটো ডিভাইসকে ৬ ডিজিট কোডের সাহায্যে যুক্ত করা হয়।
9/10
Xender- এই অ্যাপের সাহায্যে বিভিন্ন বড় সাইজের ফাইল, অ্যাপ, মিউজিক ফাইল, পিডিএফ, জিপ ফাইল এবং গোটা ফোল্ডারও স্থানান্তর করা সম্ভব হয় খুব কম সময়ে।
10/10
Easy Share- এই অ্যাপের সাহায্যেও বড় সাইজের ফাইল এক ফোন থেকে অন্য ফোনে পাঠানো সম্ভব খুব তাড়াতাড়ি।
Sponsored Links by Taboola