মোবাইল থেকে বড় সাইজের ফাইল পাঠাতে চান, রাখুন এই অ্যাপগুলি
মোবাইল ফোন থেকে বড় সাইজের ফাইল পাঠানোর ক্ষেত্রে অনেকসময়েই সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধান করতে ফোনে রাখতে পারেন বেশ কিছু অ্যাপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএইসব অ্যাপের সাহায্যে অনায়াসেই আপনি নিজের ফোন থেকে বড় সাইজের ফাইল কম সময়ে দ্রুত গতিতে পাঠাতে পারবেন।
এই অ্যাপগুলোর সাহায্যে আপনি ফোনে থাকা বড় সাইজের ছবি, ভিডিও, মিউজিক ফাইল ও অন্যান্য অ্যাপ ট্রান্সফার করা সম্ভব।
শুধু ফাইল নয়, বড় সাইজের ফোল্ডারও পাঠানো যায়। এই অ্যাপগুলোর মাধ্যমে ট্রান্সফার করার সময় ওয়াই-ফাইয়েরও প্রয়োজন হয়।
এবার দেখে নেওয়া যাক বড় সাইজের ফাইল সহজে ট্রান্সফার করার জন্য নিজের ফোনে কোন কোন অ্যাপ রাখতে পারেন।
SHAREit- শেয়ার ইট অ্যাপ রাখতে পারেন ফোনে। এর সাহায্যে বড় ফাইল খুব কম সময়ে এক ফোন থেকে অন্য ফোনে পাঠানো সম্ভব।
Send Anywhere- এটি একটি লং ডিসটেন্স ফাইল শেয়ারিং অ্যাপ। অর্থাৎ দূরে থাকা ডিভাইসেও আপনি বড় সাইজের ফাইল অনায়াসেই পাঠাতে পারবেন।
এই অ্যাপ ব্যবহার করলে বড় সাইজের ফাইল ট্রান্সফার করার জন্য দুটো ডিভাইসকে ৬ ডিজিট কোডের সাহায্যে যুক্ত করা হয়।
Xender- এই অ্যাপের সাহায্যে বিভিন্ন বড় সাইজের ফাইল, অ্যাপ, মিউজিক ফাইল, পিডিএফ, জিপ ফাইল এবং গোটা ফোল্ডারও স্থানান্তর করা সম্ভব হয় খুব কম সময়ে।
Easy Share- এই অ্যাপের সাহায্যেও বড় সাইজের ফাইল এক ফোন থেকে অন্য ফোনে পাঠানো সম্ভব খুব তাড়াতাড়ি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -