Mobile Phone Safety Tips: ফোন হারিয়ে গিয়েছে ? সবার আগে এই কাজ না করলেই মুশকিল
Mobile Phone Lost: ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে হতভম্ব হয়ে যান অনেকেই। ভয় ধরে যায় মনে। কারণ ফোন হারানো মানে এক বিরাট ক্ষতি। তাই এই সময়য় সবার আগে করে নিতে হবে এই কাজ।
মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে কী করবেন প্রথমেই ?
1/10
আজকালকার দিনে মোবাইল ফোন জীবনের এক অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। ফোন ছাড়া এক পাও যেন চলা যায় না।
2/10
ফোনের মধ্যেই আমাদের হাজার হাজার তথ্য থাকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, থাকে জরুরি ফোন নম্বর বা ব্যবসায়িক তথ্য, ব্যাঙ্কের তথ্য ইত্যাদি।
3/10
ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে হতভম্ব হয়ে যান অনেকেই। ভয় ধরে যায় মনে। কারণ ফোন হারানো মানে এক বিরাট ক্ষতি।
4/10
আপনার ফোনে রাখা তথ্য অন্য কোনও ব্যক্তির হাতে চলে গেলে আপনার জীবনে বড় বিপদ নেমে আসবে।
5/10
তাই যখনই আপনার ফোন চুরি হবে বা হারিয়ে যাবে, এই কাজটি সবার আগে করতে হবে। এতে আপনি অনেক ক্ষতি থেকে বাঁচতে পারেন।
6/10
সবার প্রথমে আপনাকে সিম কার্ড ব্লক করাতে হবে যাতে অন্য কেউ আপনার নম্বর ব্যবহার করে অপব্যবহার করতে না পারে।
7/10
ফোন নম্বরের সাহায্যে আপনার আধার নম্বর ভুলভাবে অবৈধ বেআইনি কাজে ব্যবহৃত হতে পারে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাও লুট হতে পারে।
8/10
এরপরে সিম ব্লক করানোর পাশাপাশি আপনাকে পুলিশের কাছে অভিযোগ জমা করতে হবে যাকে বলা হয় জিডি করানো।
9/10
এর মাধ্যমেই পুলিশ আপনার ফোনের নম্বরের ভিত্তিতে ফোন ট্র্যাকিংয়ে বসাবে। সেখান থেকেই খোঁজ পাওয়া যাবে আপনার ফোনের।
10/10
এরপরে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা CEIR পোর্টালে গিয়ে আপনি আপনার ফোনের IMEI নম্বর ব্লক করাতে পারেন।
Published at : 15 Apr 2025 01:27 PM (IST)