Moto E22s: ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা, কোন মডেল আসছে দেশে
ভারতে আসছে মোটো ই২২এস ফোন। আগামী ১৭ অক্টোবর মোটোরোলা 'ই' সিরিজের এই ফোন দেশে লঞ্চ হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppArctic Blue এবং Eco Black- এই দুই রঙে লঞ্চ হতে পারে মোটো ই২২এস ফোনের ভারতীয় ভ্যারিয়েন্ট। ইউরোপে ইতিমধ্যেই এই ফোন লঞ্চ হয়েছে।
চলতি বছর অগস্ট মাসের শেষ সপ্তাহে ইউরোপে লঞ্চ হয়েছিল মোটো ই২২এস ফোন। সম্প্রতি ট্যুইটে মোটো ই২২এস ফোন ভারতে লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে।
ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অন্যান্য বড় রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। ১৭ অক্টোবর ভারতীয় সময় দুপুর ১২টায় এই ফোন ভারতে লঞ্চ হবে।
ভারতে মোটো ই২২এস ফোনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি। তবে ইউরোপে এই ফোনের যা দাম ছিল অনুমান ভারতেও তেমনই দাম হতে পারে মোটো ই২২এস ফোনের।
মোটো ই২২এস ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাহায্যে। এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মোটোরোলার আসন্ন ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে একটি হোল পাঞ্চ কাট আউট। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সেট করা থাকতে পারে। ফোনের উপরের দিকে মাঝ বরারবর থাকতে পারে এই সেলফি ক্যামেরা সেনসর।
এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ৪ জিবি র্যাম যুক্ত থাকতে পারে। এছাড়াও মোটোরোলা 'ই' সিরিজের এই ফোনে থাকতে পারে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১৬ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকতে পারে বলে শোনা গিয়েছে।
ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। মোটো ই২২এস ফোনে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
ফোনের সাইডের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইউজারদের নিরাপত্তার জন্য এই ফোনে বায়োমেট্রিক সিকিউরিটির ব্যবস্থা রয়েছে যা ফেস আনলক ফিচারের মাধ্যমে সম্ভব। মোটো ই২২এস ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -