Motorola G 22: ১০,০০০ টাকার বাজেটে ক্লিন অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা, মোটোর এই ফোনে ৪ ক্যামেরা ৫০০০-এর ব্যাটারি
এবার ভারতে তাদের বাজেট ফোন নিয়ে এল মোটা (Moto)। শুক্রবার দেশের বাজারে প্রকাশ্যে এল Moto G22। জেনে নিন, ফোনে কী ফিচার ও স্পেকস দিচ্ছে কোম্পানি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোটোর এই ফোনে পাবেন পাঞ্চ হোল ডিসপ্লে । সঙ্গে ৫০০০ এমএএইচের ব্যাটারি দিচ্ছে কোম্পানি। ভারতের বাজারে ১১,০০০ টাকায় পাবেন Moto G22-র বেস ভ্যারিয়েন্ট।
ভারতে Moto G22-এর দাম রাখা হয়েছে 10,999 টাকা। একমাত্র ভ্যারিয়েন্ট 4GB + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্যই ধরা হয়েছে এই দাম। এই ফোন ফ্লিপকার্টে বুধবার, 13 এপ্রিল থেকে পাওয়া যাবে।
Moto G22-এ লঞ্চের অফারগুলির মধ্যে রয়েছে 1,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট। যা 13-14 এপ্রিলের মধ্যে Flipkart-এর মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এই ডিভাইস কসমিক ব্ল্যাক, আইসবার্গ ব্লু ও মিন্ট গ্রিন রঙে পাওয়া যাবে। যদিও মিন্ট গ্রিন বিকল্পটি পরবর্তী পর্যায়ে পাওয়া যাবে বলে জানিয়েছে কোম্পানি।
ফোনে রয়েছে ডুয়াল-সিম (ন্যানো)। Moto G22 অ্যান্ড্রয়েড 12-এ চলে। ফোনে একটি 6.5-ইঞ্চি HD+ (720x1,600 পিক্সেল) ম্যাক্স ভিশন ডিসপ্লে রয়েছে। যাতে 90Hz রিফ্রেশ রেট দিয়েছে কোম্পানি।
শোনা যাচ্ছে, এই বাজেটে সেগমেন্টে এবার নামতে পারে ওয়ানপ্লাস। শীঘ্রই নর্ডের নিচের শ্রেণিতে নতুন ফোন আনতে পারে কোম্পানি।
Redmi 10, Infinix Note 11S, Realme C25Y ও Samsung Galaxy M12-এর সঙ্গে কড়া টক্কর হবে এই ফোনের। ক্যামেরা সেটআপে একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শ্যুটার, 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর ও একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার রয়েছে। তাছাড়া, পিছনের ক্যামেরা সেটআপ 30fps ফ্রেম রেটে ফুল-এইচডি ভিডিও রেকর্ড করতে সক্ষম। এতে একটি LED ফ্ল্যাশের ব্যবস্থা রয়েছে।
সুরক্ষার ক্ষেত্রেও এই ফোনে পাওয়া যাবে রেগুলার আপডেট। এমনিতেই মোটোর ফোনে পাওয়া যায় ক্লিন অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা। তাই ফোনে নিরাপত্তা নিয়েচিন্তিত হওয়ার প্রয়োজন নেই ক্রেতার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -