Moto G72: ভারতে কবে লঞ্চ হতে চলেছে মোটো জি৭২ ফোন? কী কী ফিচার থাকতে পারে জেনে নিন
মোটোরোলা জি সিরিজের নতুন ফোন মোটো জি৭২ ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৩ অক্টোবর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
মোটো জি৭২ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের টার্বো পাওয়ার চার্জার থাকতে পারে।
এই ফোনে IP52 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলের মোটো জি৭২ ফোনের কোনও ক্ষতি হবে না।
Meteorite Gray এবং Polar Blue- এই দুই রঙে মোটো জি৭২ ফোন ভারতে লঞ্চ হতে পারে। অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্টে মোটো জি৭২ ফোন পরিচালিত হতে পারে বলে শোনা গিয়েছে।
এই ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে HDR10 সাপোর্ট। এর পাশাপাশি প্রসেসরের সঙ্গে যুক্ত থাকতে পারে ৬ জিবি র্যাম।
১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে মোটো জি৭২ ফোনে। এই স্টোরেজের পরিমাণ এক্সপ্যান্ডেবল কিনা অর্থাৎ স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব কিনা তা এখনও জানা যায়নি।
মোটোরোলা জি সিরিজের এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে।
মোটোরোলার এই ফোনে একটি pOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
ফ্লিপকার্টে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট এর মধ্যেই তৈরি হয়েছে। অতএব ভারতে লঞ্চের পর মোটো জি৭২ ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এটা নিশ্চিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -