Whatsapp: হোয়াটসঅ্যাপে চালু 'কম্পানিয়ন মোড', কী কী সুবিধা পাবেন ইউজাররা?
অবশেষে হোয়াটসঅ্যাপে (Whatsapp) চালু হল কম্পানিয়ন মোড (Companion Mode) ফিচার। শোনা যাচ্ছে, সমস্ত অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের (Android Beta Tester) জন্য উপলব্ধ হয়েছে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকসঙ্গে চারটি অ্যান্ড্রয়েড ডিভাইসে এবার চালু রাখা যাবে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ মাল্টি-ডিভাইস সাপোর্ট পাবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ভার্সান 2.23.8.2- র ক্ষেত্রে চালু হয়েছে এই নতুন ফিচার।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetainfo- র রিপোর্ট থেকে জানা গিয়েছে, একটি স্মার্টফোনের পাশাপাশি একাধিক ডিভাইসে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু রাখা যাবে নতুন ফিচারের সাহায্যে।
আপাতত সমস্ত অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য এই ফিচার চালু হলেও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখনও ঘোষণা করেনি যে কবে সব ইউজারদের জন্য এই ফিচার চালু করা হবে।
নতুন ফিচারের সাহায্যে অ্যান্ড্রয়েড বিটা টেস্টাররা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো ফোনে দেখতে পাবেন। প্রথম ফোনে অ্যাক্টিভ ইন্টারনেট প্ল্যান না থাকলেও যদি দ্বিতীয় ফোনে অ্যাকাউন্ট এবং চ্যাট হিস্ট্রি সিঙ্ক হয়ে যায়, তাহলে সেটা দেখতে পাবেন ইউজাররা।
তবে যেহেতু আইওএস ভার্সানে এখনও ফিচার চালু হয়নি তাই দ্বিতীয় ডিভাইস কোনও অ্যান্ড্রয়েড ট্যাবলেট বা স্মার্টফোন হতে হবে। বর্তমানে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফোনের পাশাপাশি ডেস্কটপে বা ল্যাপটপে অর্থাৎ ওয়েব ভার্সানে চালু রাখা যায়। এক্ষেত্রে ফোনে অ্যাক্টিভ ইন্টারনেট না থাকলেও চলবে।
কিন্তু কম্পানিয়ন মোড ফিচার সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য চালু হলে (আপাতত অ্যান্ড্রয়েড) ইউজাররা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একসঙ্গে চারটি ডিভাইসে চালাতে পারবেন এবং মধ্যে দুটো ডিভাইস স্মার্টফোন হতে পারবেন।
সমস্ত ইউজারদের জন্য অ্যান্ড্রয়েড ভার্সানে এই ফিচার কমে চালু হতে চলেছে তা এখনও স্পষ্ট নয়। তবে অনুমান আর খুব বেশি দেরি নেই।
হোয়াটসঅ্যাপের কম্পানিয়ন মোডের সাহায্যেও দুটোর বেশি ডিভাইসে (শোনা যাচ্ছে, চারটি) আপনি আপনার বর্তমান থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
এক্ষেত্রে সেকেন্ডারি ডিভাইসটি ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাব হওয়ার প্রয়োজন নয়। ফোনেও ব্যবহার করা যাবে। প্রথম ফোনের পাশাপাশি সেকেন্ডারি ফোনেও যখন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করবেন তখন সমস্ত চ্যাট এবং ডেটা স্থানান্তর হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -