WhatsApp: হোয়াটসঅ্যাপের নতুন চমক, ওয়েব ভার্সানে আসছে নয়া ফিচার, কী সুবিধা পাবেন ইউজাররা?
হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে ইউজারদের জন্য একটি নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। এই নতুন ফিচারের নাম লিঙ্ক উইথ ফোন নম্বর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন এই ফিচারের সাহায্যে ইউজাররা যে ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে তা দিয়ে ওয়েব হোয়াটসঅ্যাপে ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট লিঙ্ক করার সুবিধা পাবেন।
অনেকসময়েই দেখা যায় এখন যে পদ্ধতি চালু রয়েছে অর্থাৎ কিউআর কোড স্ক্যান করে একজন ইউজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওয়েব ভার্সানে লিঙ্ক করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে।
হয়তো ইন্টারনেট কানেকশন দুর্বল, আর তাই কিউআর কোড স্ক্যান হতে অনেক সময় লাগছে। নতুন ফিচার সব ইউজারদের জন্য চালু হয়ে গেলে আর কোনও অসুবিধা হবে না।
কিউআর কোড স্ক্যান করারও প্রয়োজন হবে না। ইউজাররা নিজেদের ফোন নম্বর দিয়েই হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে অ্যাকাউন্ট লিঙ্ক বা সংযুক্ত করতে পারবেন।
বিভিন্ন সূত্রে খবর নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ওয়েবে অ্যাকাউন্ট লিঙ্ক করার সময় কিউআর কোড স্ক্যান করার পরিবর্তে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যবহার করা হবে।
এই ওটিপি জেনারেট করবে অর্থাৎ ইউজারকে পাঠাবে হোয়াটসঅ্যাপ সংস্থা। ডিভাইস লিঙ্ক করার ক্ষেত্রে প্রাইমারি অ্যাকাউন্টের ফোন নম্বর ব্যবহার করা হবে এবং সেখানেই পাঠানো হবে ওটিপি। ৮ নম্বরের ওটিপি পাঠানো হবে এক্ষেত্রে।
কীভাবে এই ফিচার কাজ করবে? প্রথমে ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব খুলতে হবে। এরপর লিক উইথ ফোন নম্বর অপশনে ক্লিক করতে হবে।
যে পেজ খুলবে তার নীচের দিকে কিউআর কোড যেখানে দেখা যায় সেখানেই এই অপশন থাকবে। এই অপশনে ক্লিক করার পর ফোন নম্বর দিতে হবে। এরপরেই ইউজারের কাছে আসবে ৮টি নম্বরের একটি ওটিপি পিন, সেটা বসালেই হোয়াটসঅ্যাপ ওয়েব খুলে যাবে।
আপাতত বিটা টেস্টারদের জন্য এই ফিচার উপলব্ধ হয়েছে। লেটেস্ট হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ভার্সানে এই ফিচার আপডেট পাওয়া যাবে। খুব তাড়াতাড়ি অনেক বেশি সংখ্যক ইউজারদের জন্য এই ফিচার চালু হবে বলে অনুমান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -