New Whatsapp Feature: মেসেজ পাঠানোর পরেও তা এডিট করতে পারবেন হোয়াটসঅ্যাপে, ১৫ মিনিট পর্যন্ত মিলবে সময়
ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে হাজির নতুন ফিচার। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ নতুন এডিট বাটন ফিচার সকলের জন্য লঞ্চ করেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅর্থাৎ ভুল করে কোনও মেসেজ পাঠিয়ে ফেললে তা এডিট করে ঠিক করার সুবিধা পাবেন ইউজাররা। সম্প্রতিই হোয়াটসঅ্যাপে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার লঞ্চ হয়েছে। সেই ফিচারের সাহায্যে নির্দিষ্ট একটি চ্যাটবক্স বা গ্রুপ চ্যাট লক করে রাখার সুবিধা পাবেন ইউজাররা।
হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া মেসেজ এডিট করার জন্য নতুন একটি বাটন লঞ্চ করেছে সংস্থা। মেসেজ পাঠানোর পর তা এডিট করার জন্য ১৫ মিনিট পর্যন্ত সময় পাবেন ইউজাররা।
অনেকসময়েই আমরা মেসেজ টাইপ করার সময় বানান ভুল করে থাকি। এছাড়াও অনেকক্ষেত্রেই যা লিখতে চাই হয়তো অটো কারেক্টের জন্য তা লেখা হয় না।
এইসব ক্ষেত্রে পাঠানোর পরেও মেসেজ এডিট করার অপশন থাকলে খুবই উপকার হবে ইউজারদের। তবে মেসেজ পাঠানোর পর ১৫ মিনিটের মধ্যেই যাবতীয় এডিট করে নিতে হবে। কারণ সময় পেরিয়ে গেলে আর সুবিধা পাবেন না।
হোয়াটসঅ্যাপে কীভাবে কাজ করবে এই এডিট মেসেজ ফিচার সেটা দেখে নেওয়া যাক। এক্ষেত্রে কয়েকটী সহজ পদ্ধতি অনুসরণ করলেই নতুন ফিচার ব্যবহার করতে পারবেন ইউজাররা।
প্রথমে নিজের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলে যেকোনও চ্যাট খুলতে হবে। এবার যে মেসেজটি আপনি এডিট করতে চাইছেন সেটার উপর বেশ কিছুক্ষণ ট্যাপ করে রাখতে হবে। এরপর আপনি একটি এডিট মেসেজ অপশন পাবেন, সেখানে ট্যাপ করলে লেখা পরিবর্তন করার সুযোগ পাবেন।
এরপর আপনি একটি এডিট মেসেজ অপশন পাবেন, সেখানে ট্যাপ করলে লেখা পরিবর্তন করার সুযোগ পাবেন।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ইউজারদের নিরাপত্তার জন্য একটি নতুন ফিচার চালু করেছে। এর সাহায্যে আপনি পছন্দমতো চ্যাট বেছে নিয়ে সেটি লক করে রাখতে পারবেন। অন্য কেউ আপনার এই চ্যাট আর দেখতে পাবে না।
হোয়াটসঅ্যাপে যে এই চ্যাট লক ফিচার (Whatsapp Chat Lock Feature) চালু হতে চলেছে তা আগেই শোনা গিয়েছিল। এবার এই ফিচার চালু হয়েছে বলে ফেসবুকে জানিয়েছেন মেটা অধিকর্তা মার্ক জুকেরবার্গ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -