Whatsapp Feature: হোয়াটসঅ্যাপে চালু নতুন ফিচার, ছবি-ভিডিও পাঠানোর আগেই যোগ করা যাবে ক্যাপশন

Whatsapp: হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠানোর সময় কীভাবে ক্যাপশন যোগ করবেন? কারা এই সুবিধা পাবেন, কীভাবে পাবেন দেখে নিন।

প্রতীকী ছবি ছবি সূত্র- পিক্সেলস

1/10
হোয়াটসঅ্যাপে কাউকে ছবি, ভিডিও বা জিফ ফাইল পাঠানোর আগেই তার সঙ্গে ক্যাপশন যোগ করতে পারবেন ইউজাররা। চালু হয়েছে নতুন ফিচার। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
2/10
এতদিন ছবি, ভিডিও বা জিফ ফাইল পাঠানোর সময় ক্যাপশন যোগ করার কোনও সুবিধা ছিল না। হয় আগে ছবি, ভিডিও পাঠিয়ে তারপর আলাদা করে ক্যাপশন লিখতে হত। নয়তো ছবি কপি করে এনে চ্যাটবক্সে বসিয়ে তার সঙ্গে ক্যাপশন যোগ করতে হত। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
3/10
আপাতত হোয়াটসঅ্যাপের আইওএস অ্যাপেই এখন এই ফিচার কাজ করছে। অ্যান্ড্রয়েড কিংবা উইন্ডোজ বা ম্যাক অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ফিচার চালু হয়নি। ছবি সূত্র- পিক্সেলস।
4/10
তবে একবার কাউকে ক্যাপশন সমেত ছবি বা ভিডিও পাঠিয়ে ফেললে তা আর পরিবর্তন করা যাবে না। পাঠানোর আগেই যা করার করতে হবে। ছবি সূত্র- পিক্সেলস।
5/10
হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে নতুন ফিচার মেসেজ ইওরসেলফ। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদেরকেই মেসেজ করতে পারবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছবি সূত্র- পিক্সেলস।
6/10
অনেকসময়েই আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তারিখ এবং আরও অনেক কিছু মনে রাখতে হয়। সেক্ষেত্রে এই 'মেসেজ ইওরসেলফ' ফিচারের মাধ্যমে একজন ইউজার নিজেকেই নোট, রিমাইন্ডার, শপিং লিস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে রাখতে পারবেন। ছবি সূত্র- পিক্সেলস।
7/10
অ্যান্ড্রয়েড এবং আইফোন, দু'ক্ষেত্রেই এই ফিচার আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সমস্ত ইউজারদের জন্য চালু হবে। তবে এখনও কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ছবি সূত্র- পিক্সেলস।
8/10
গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপে বেশ কিছু নতুন ফিচার চালু হয়েছে। যেমন ভিডিও কলে একসঙ্গে ৩২ জন যুক্ত হতে পারবেন। এছাড়াও ইন-চ্যাট পোল ফিচার চালু হয়েছে। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে ১০২৪ জন যুক্ত হতে পারবেন। ছবি সূত্র- পিক্সেলস।
9/10
এবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানেও চালু হতে চলেছে স্ক্রিন লকের সুবিধা। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo- র তরফেই একথা প্রকাশ্যে আনা হয়েছে। ছবি সূত্র- পিক্সেলস।
10/10
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সানের এই নয়া ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু করবে বিটা ইউজারদের ক্ষেত্রে। ইউজারদের অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করতে এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। ছবি সূত্র- পিক্সেলস।
Sponsored Links by Taboola