Whatsapp: হোয়াটসঅ্যাপে নতুন ফিচারের রোল আউট শুরু, কী কী সুবিধা পাবেন?
ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে হাজির নতুন ফিচার। আপাতত শুরু হয়েছে রোল আউট। সব ইউজারদের জন্য চালু হবে খুব তাড়াতাড়ি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহোয়াটসঅ্যাপ সংস্থা জানিয়েছে সমস্ত ইউজাররা আর কিছুদিনের মধ্যেই এই মাধ্যমের স্টেটাসে শেয়ার করা বিষয় ফেসবুকেও শেয়ার করতে পারবেন।
অর্থাৎ ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপের স্টেটাসও শেয়ার করা যাবে ফেসবুকে, এই ফিচারের রোল আউট শুরু হয়েছে বর্তমানে।
নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে স্টেটাসে শেয়ার করা বিষয় সরাসরি এবং আপনাআপনি ফেসবুকে শেয়ার হয়ে যাবে। এর জন্য ইউজারকে অ্যাপ ছেড়ে বেরোতে হবে না।
মেটা'র আরেকটি মাধ্যম ইনস্টাগ্রামের সঙ্গে ফেসবুকের এভাবে সংযুক্তিকরণ ফিচার রয়েছে। এবার তা চালু হচ্ছে হোয়াটসঅ্যাপেও।
ফেসবুক অপশনে অটো শেয়ার অন করা থাকলে আপনাআপনিই স্টেটাস শেয়ার হয়ে যাবে। এমনিতে এই অপশন অফই থাকবে। তবে ইউজার চাইলে সেটিংসে গিয়ে তা অন করতে পারবেন।
আপাতত 'automatically share status on Facebook'- হোয়াটসঅ্যাপের এই ফিচার গ্লোবাল স্তরে রোল আউট শুরু হয়েছে।
খুব তাড়াতাড়ি সব ইউজারদের জন্য এই ফিচার চালু হবে বলে অনুমান। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার সকলের জন্য চালু হবে বলে শোনা যাচ্ছে।
হোয়াটসঅ্যাপের স্টেটাসে ফেসবুকে শেয়ার করা গেলেও তা এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে। এর পাশাপাশি ইউজারের কনট্যাক্ট, ফোন নম্বর, অন্যান্য ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না।
হোয়াটসঅ্যাপ স্টেটাসের মতোই এই শেয়ার হওয়া স্টেটাসের ক্ষেত্রেও ইউজার বেছে নিতে পারবেন যে কারা তাঁর স্টেটাস দেখতে পাবেন, আর কারা পাবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -