Whatsapp: হোয়াটসঅ্যাপে নতুন ফিচারের রোল আউট শুরু, কী কী সুবিধা পাবেন?

Whatsapp Status Sharing: নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে স্টেটাসে শেয়ার করা বিষয় সরাসরি এবং আপনাআপনি ফেসবুকে শেয়ার হয়ে যাবে। এর জন্য ইউজারকে অ্যাপ ছেড়ে বেরোতে হবে না।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে হাজির নতুন ফিচার। আপাতত শুরু হয়েছে রোল আউট। সব ইউজারদের জন্য চালু হবে খুব তাড়াতাড়ি।
2/10
হোয়াটসঅ্যাপ সংস্থা জানিয়েছে সমস্ত ইউজাররা আর কিছুদিনের মধ্যেই এই মাধ্যমের স্টেটাসে শেয়ার করা বিষয় ফেসবুকেও শেয়ার করতে পারবেন।
3/10
অর্থাৎ ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপের স্টেটাসও শেয়ার করা যাবে ফেসবুকে, এই ফিচারের রোল আউট শুরু হয়েছে বর্তমানে।
4/10
নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে স্টেটাসে শেয়ার করা বিষয় সরাসরি এবং আপনাআপনি ফেসবুকে শেয়ার হয়ে যাবে। এর জন্য ইউজারকে অ্যাপ ছেড়ে বেরোতে হবে না।
5/10
মেটা'র আরেকটি মাধ্যম ইনস্টাগ্রামের সঙ্গে ফেসবুকের এভাবে সংযুক্তিকরণ ফিচার রয়েছে। এবার তা চালু হচ্ছে হোয়াটসঅ্যাপেও।
6/10
ফেসবুক অপশনে অটো শেয়ার অন করা থাকলে আপনাআপনিই স্টেটাস শেয়ার হয়ে যাবে। এমনিতে এই অপশন অফই থাকবে। তবে ইউজার চাইলে সেটিংসে গিয়ে তা অন করতে পারবেন।
7/10
আপাতত 'automatically share status on Facebook'- হোয়াটসঅ্যাপের এই ফিচার গ্লোবাল স্তরে রোল আউট শুরু হয়েছে।
8/10
খুব তাড়াতাড়ি সব ইউজারদের জন্য এই ফিচার চালু হবে বলে অনুমান। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার সকলের জন্য চালু হবে বলে শোনা যাচ্ছে।
9/10
হোয়াটসঅ্যাপের স্টেটাসে ফেসবুকে শেয়ার করা গেলেও তা এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে। এর পাশাপাশি ইউজারের কনট্যাক্ট, ফোন নম্বর, অন্যান্য ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না।
10/10
হোয়াটসঅ্যাপ স্টেটাসের মতোই এই শেয়ার হওয়া স্টেটাসের ক্ষেত্রেও ইউজার বেছে নিতে পারবেন যে কারা তাঁর স্টেটাস দেখতে পাবেন, আর কারা পাবেন না।
Sponsored Links by Taboola