Whatsapp: ট্যাবের ক্ষেত্রে নতুন ডিজাইনে দেখা যাবে হোয়াটসঅ্যাপ, বদলাবে লেআউট, অ্যান্ড্রয়েড ইউজাররা পাবেন সুবিধা
ট্যাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে দুটো প্যানেলের ইন্টারফেসের সুবিধা পেতে চলেছেন ইউজাররা। এই নতুন ফিচারই যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে। তবে এই নয়া ফিচার কবে চালু হবে তার নিশ্চিত দিনক্ষণ এখনও জানা যায়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo- র নতুন একটি রিপোর্টে জানা গিয়েছে, ট্যাবলেটের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের নতুন লেআউটের কথা ভাবা হচ্ছে।
সাধারণত ট্যাবের স্ক্রিনজুড়ে থাকে চ্যাটবক্স। সেটারই পরিবর্তন হতে চলেছে। অনেকটা ডেস্কটপ বা ল্যাপটপ অর্থাৎ ওয়েব ভার্সানের লেআউট যুক্ত হতে চলেছে।
সেক্ষেত্রে স্ক্রিনের একপাশে থাকবে সমস্ত চ্যাট কনট্যাক্ট। আর অন্যদিকে সেই চ্যাটবক্স খোলা থাকবে যেখানে ইউজার চ্যাট করবেন। ইউজারদের মধ্যে যাঁরা বড় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান তাঁদের এই নতুন ফিচার চালু হলে সুবিধা হবে।
কয়েকদিন আগেই মেটা (Meta) সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ ইঙ্গিত দিয়েছেন যে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপে সম্ভবত একটি চ্যাটবোট যুক্ত হতে চলেছে যা অনেকটা চ্যাট জিপিটি-র মতো হবে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন এই ফিচারের পাশাপাশি ইউজারদের জন্য আরও একটি সুবিধা এবার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে।
ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ফের একটি নতুন ফিচার লঞ্চ করতে চলেছে। যদিও কবে এই ফিচারে সব ইউজারদের জন্য চালু হবে তার নিশ্চিত দিনক্ষণ এখনও জানা যায়নি।
যাঁরা ট্যাবলেটে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এবং যাঁরা অ্যান্ড্রয়েড ইউজার তাঁরা এই স্প্লিট প্যানেল ভিউয়ের সুবিধা পাবেন। আইওএস ভার্সানের ক্ষেত্রে এই ফিচার চালু হবে কিনা, হলেও কবে হবে, কোন ডিভাইসের জন্য হবে- সেই প্রসঙ্গে এখনও কিছুই জানা যায়নি।
মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচারের (Whatsapp New Feature) রোল আউট শুরু হয়েছে। এই নতুন ফিচার চালু হলে ইউজাররা হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেটে রিপোর্ট করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রে নতুন একটি 'রিপোর্ট' অ্যাকশন যুক্ত হতে চলেছে। আপাতত অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -