Whatsapp Features: হোয়াটসঅ্যাপেও শেয়ার করা যাবে হাই-কোয়ালিটির ছবি, দ্রুত চালু হবে নতুন ফিচার
Whatsapp: সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা একটি নতুন ফিচার নিয়ে কাজ চালু করেছে যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ছবি হাই কোয়ালিটিরই থাকবে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
ইউজারদের সুবিধায় প্রায়ই নতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বর্তমানেও একটি ফিচার নিয়ে কাজ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ সংস্থা।
2/10
হোয়াটসঅ্যাপে শুরুর দিন থেকেই ছবি পাঠানো যায়। এবার সেই ছবির কোয়ালিটি বা গুণমান সংক্রান্ত নতুন ফিচার লঞ্চ করতে চলেছে কর্তৃপক্ষ।
3/10
প্রথমে একসঙ্গে ১০টি ছবি পাঠানো যেত হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বর্তমানে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩০টি ছবি পাঠাতে পারেন ইউজাররা।
4/10
তবে এতদিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনও ছবি পাঠানো হলে তা কমপ্রেস করত এই অ্যাপ। অর্থাৎ ছবির সাইজ ছোট হতো। কমত গুণমান বা কোয়ালিটিও।
5/10
যদি পিডিএফ ফরম্যাটে ইউজার ছবি পাঠান তাহলে তার কোয়ালিটি জানা সম্ভব হবে। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা একটি নতুন ফিচার নিয়ে কাজ চালু করেছে যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ছবি হাই কোয়ালিটিরই থাকবে।
6/10
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সম্প্রতি জানিয়েছে এই ফিচাররে কথা। আপাতত চলছে পরীক্ষা নিরীক্ষা। চূড়ান্ত পর্যায়ের কাজকর্ম শেষ হলেই দ্রুত এই ফিচার লঞ্চ হয়ে যাবে হোয়াটসঅ্যাপে।
7/10
একটি নির্দিষ্ট বাটন দেওয়া হবে। ইমেজ এডিটরে থাকবে এই বাটন। এখান থেকে ইউজাররা Standard Quality ইমেজ এবং HD Quality ইমেজ বেছে নিতে পারবেন।
8/10
তারপর সেই অনুসারে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো যাবে। শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ অ্যান্ড্রয়েড বিটা এবং ডেস্কটপ বিটা অ্যাপের জন্য এই ফিচার লঞ্চ করতে চলেছে।
9/10
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ চালাচ্ছে। জানা গিয়েছে, এই ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের ক্ষেত্রে কল শিডিউলের সুবিধা পাবেন
10/10
এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ দেখতে অনেকটাই গুগল মিট এবং মাইক্রোসফট টিমের মতো দেখতে লাগবে, যেখানে আপনি মিটিং আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন। তার ফলে যাঁরা মিটিংয়ে যুক্ত হবেন তাঁরা আগে থেকে প্রস্তুতি নিতে পারবেন। ছবি সূত্র- পিক্সেলস।
Published at : 13 Feb 2023 02:53 PM (IST)