Whatsapp Features: হোয়াটসঅ্যাপে হাজির দুই নতুন ফিচার, কী কী সুবিধা পাবেন ইউজাররা?
কাউকে ভুল মেসেজ পাঠালেও আর নেই সমস্যা, ডিলিট করার বন্দোবস্ত করেছে হোয়াটসঅ্যাপ। ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ তাদের নতুন ফিচার 'অ্যাক্সিডেন্টাল ডিলিট' লঞ্চ করেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনেকসময়েই আমরা ভুল করে এমন অনেক মেসেজ এমন অনেক ব্যক্তিকে পাঠিয়ে ফেলি যার জন্য পরে আমাদের সমস্যায় পড়তে হয়।
ইউজারদের এই বিড়ম্বনা থেকে মুক্তি দেওয়ার জন্যেই হোয়াটসঅ্যাপ তাদের নতুন ফিচার 'অ্যাক্সিডেন্টাল ডিলিট' লঞ্চ করেছে।
বর্তমানে হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করার জন্য দুটো অপশন পাওয়া যায়। একটি 'ডিলিট ফর মি', অন্যটি 'ডিলিট ফর এভরিওয়ান'।
অনেকসময় ভুল করে আমরা 'ডিলিট ফর এভরিওয়ান' অপশন ক্লিক করার পরিবর্তে 'ডিলিট ফর মি' বেছে নিই। এক্ষেত্রে সেই মেসেজ ডিলিট হয় শুধুমাত্র সেন্ডারের জন্য। রিসিভার তখনও মেসেজ দেখতে পান এবং তা ডিলিট করার আর অপশন থাকে না।
এই অসুবিধা দূর করার জন্যই এসেছে 'অ্যাক্সিডেন্টাল ডিলিট' ফিচার। নতুন ইউজারদের ক্ষেত্রে ইতিমধ্যেই এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দু'ক্ষেত্রেই এই ফিচার চালু করা হয়েছে।
হোয়াটসঅ্যাপে কলের ধাক্কায় বিরক্ত! আর চিন্তা নেই, এসেছে নতুন ফিচার। যাঁরা হোয়াটসঅ্যাপ কল ফিচার ভীষণ ভাবে ব্যবহার করে থাকেন তাঁদের জন্য এই ফিচার খুবই গুরুত্বপূর্ণ।
এবার থেকে চাইলে ইউজাররা হোয়াটসঅ্যাপ কলের নোটিফিকেশন ডিজেবল বা বন্ধ করে রাখতে পারবেন। অনেকসময়েই কোনও গুরুত্বপূর্ণ কাজ করার সময় বারংবার হোয়াটসঅ্যাপে ইনকামিং কল এলে অসুবিধা হয়।
সেক্ষেত্রে এই নতুন ফিচারের সাহায্যে সুবিধা পাবেন ইউজাররা। কাজে বজায় থাকবে মনযোগ। হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন সেটিংসে এই নতুন ফিচার খুঁজে পাবেন ইউজাররা।
সেখানেই রয়েছে ডিজেবল নোটিফিকেশন ফর কল ফিচার। এই ফিচার অন করে দিলেই নোটিফিকেশন অ্যালার্ট (হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রে) অফ হয়ে যাবে। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -