Whatsapp Status Report: আপত্তিকর হোয়াটসঅ্যাপ স্টেটাসে করা যাবে রিপোর্ট, আসছে নতুন ফিচার
Whatsapp Feature: আপাতত অ্যান্ড্রয়েড বিটা ভার্সানের জন্য রোল আউট শুরু হয়েছে এই ফিচারের।
প্রতীকী ছবি
1/10
হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি একটি নতুন ফিচার চালু হতে চলেছে। আপাতত অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে এই ফিচারের রোল আউট শুরু হয়ে গিয়েছে।
2/10
মূলত যেসব ইউজাররা হোয়াটসঅ্যাপের নিয়মনীতির বাইরে গিয়ে কোনও স্টেটাস আপডেট করবেন তাঁদের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়ার জন্যই এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
3/10
এই নতুন ফিচার চালু হলে ইউজাররা হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেটে রিপোর্ট করতে পারবেন। ইউজারের হোয়াটসঅ্যাপে থাকা যেকোনও ইউজারের হোয়াটসঅ্যাপ স্টেটাস যদি আপত্তিকর হয়ে থাকে তাহলে সেখানে আপনি রিপোর্ট করার সুযোগ পাবেন।
4/10
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রে নতুন একটি 'রিপোর্ট' অ্যাকশন যুক্ত হতে চলেছে। আপাতত অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে।
5/10
কোনও ইউজারের হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট করা হলে তা সরাসরি পৌঁছে যাবে হোয়াটসঅ্যাপের মডারেশন টিমের কাছে।
6/10
যদি দেখা যায় হোয়াটসঅ্যাপের ওই স্টেটাস মাধ্যমের নিয়মনীতি উল্লঙ্ঘন করেছে তাহলে হোয়াটসঅ্যাপের ওই অ্যাকাউন্ট সাসপেন্ড করা হবে।
7/10
হোয়াটসঅ্যাপ সংস্থা জানিয়েছে এই নতুন ফিচার চালু হওয়ার পরেও মেসেজ, মিডিয়া, লোকেশন, কল এবং স্টেটাস- সবই নিরাপদে এবং সুরক্ষিত থাকবে। তৃতীয় কেউই এইসব তথ্য জানতে পারবেন না।
8/10
অর্থাৎ এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে সমস্ত তথ্য। বিশেষজ্ঞদের মতে এই ফিচার চালু হলে, তা ইউজারদের নিরাপত্তা বাড়াবে। হোয়াটসঅ্যাপ মাধ্যমকে আরও সুরক্ষিত করবে।
9/10
জানুয়ারি মাসেও ব্যাপক হারে অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ। সম্প্রতি হোয়াটসঅ্যাপ সংস্থা জানিয়েছে, জানুয়ারি মাসে ২.৯ মিলিয়ন অ্যাকাউন্ট নিষিদ্ধ (Whatsapp Account Banned) করা করা হয়েছে ভারতে।
10/10
পয়লা জানুয়ারি ২০২৩ থেকে ৩১ জানুয়ারির মধ্যে মোট ১৪৬১টি রিপোর্ট জমা পড়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে। এর মধ্যে ১৯৫টি রিপোর্টের ভিত্তিতে কড়া পদক্ষেপ নিয়েছে মেটা অধিকৃত এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থা।
Published at : 02 Mar 2023 11:52 PM (IST)