Whatsapp Privacy Features: নতুন প্রাইভেসি ফিচার আসছে হোয়াটসঅ্যাপে, ইউজাররা কী সুবিধা পাবেন?
WhatsApp: মেটা অধিকৃত জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপের তরফে অবশ্য জানানো হয়নি যে কবে এই প্রাইভেসি ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হবে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
ইউজারদের সুরক্ষায় নতুন প্রাইভেসি ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ, কী কী সুবিধা পাবেন ইউজাররা? দেখে নেওয়া যাক একনজরে।
2/10
শোনা যাচ্ছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস দু'ক্ষেত্রেই বিটা টেস্টারদের জন্য রোলআউট শুরু হয়েছে। নতুন এই হোয়াটসঅ্যাপ প্রাইভেসি ফিচারের নাম 'ফোন নম্বর প্রাইভেসি'।
3/10
আগে এই ফিচার সম্পর্কে বলা হয়েছিল যে ইউজাররা কোনও কমিউনিটিতে যুক্ত হলে তাদের ফোন নম্বর গোপন রাখতে পারবেন।
4/10
নতুন করে শোনা গিয়েছে আসন্ন প্রাইভেসি ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপে কোনও কমিউনিটিতে কথোপকথনে অংশগ্রহণ করতে পারবেন, মেসেজে নিজেদের রিঅ্যাকশন দিতে পারবেন, কিন্তু তাদের নাম দেখা যাবে না।
5/10
এমনকি গোপন থাকবে ফোন নম্বরও। হোয়াটসঅ্যাপ কমিউনিটির অন্যান্য সদস্যতা আপনার নাম বা ফোন নম্বর দেখতে পাবেন না।
6/10
মেটা অধিকৃত জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপের তরফে অবশ্য জানানো হয়নি যে কবে এই প্রাইভেসি ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হবে।
7/10
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetainfo- র রিপোর্ট থেকে জানা গিয়েছে, ফোন নম্বর প্রাইভেসি ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানের বিটা টেস্টারদের জন্য কমিউনিটির ক্ষেত্রে রোলআউট শুরু হয়েছে।
8/10
হোয়াটসঅ্যাপ বিটার ক্ষেত্রে Android version 2.23.14.19 এবং iOS 23.14.0.70 ভার্সানে উপলব্ধ হয়েছে। হোয়াটসঅ্যাপের এই নতুন প্রাইভেসি ফিচারের সাহায্যে ইউজাররা কোনও কমিউনিটিতে যুক্ত হওয়ার সময় নিজেদের ফোন নম্বর লুকিয়ে রাখতে পারবেন অন্যান্য সদস্যদের থেকে।
9/10
এখনও কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপে সদস্যদের নাম গোপনেই থাকে। কিন্তু যখন তারা মেসেজ বা রিঅ্যাকশনের মাধ্যমে যোগাযোগ করেন তখন তাদের নাম, ফোন নম্বর দেখা যায়।
10/10
নতুন প্রাইভেসি ফিচারের মাধ্যমে এই নাম এবং ফোন নম্বরই গোপনে রাখতে পারবেন হোয়াটসঅ্যাপ ইউজাররা। মেসেজ করুন বা মেসেজে রিঅ্যাকশন দিন, সব ক্ষেত্রেই ইউজারের গোপনীয়তা বজায় থাকবে।
Published at : 12 Jul 2023 01:07 AM (IST)