Whatsapp Features: হোয়াটাসঅ্যাপ ওয়েবে আসছে নতুন ফিচার, কী কী সুবিধা পাবেন ইউজাররা?

Whatsapp Web Version: হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে হোয়াটসঅ্যাপ কল সংক্রান্ত নতুন ফিচার লঞ্চ হতে চলেছে।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে আসতে চলেছে নতুন ফিচার। ছবি সূত্র-নিজস্ব চিত্র।
2/10
হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে একটি নতুন ট্যাব যুক্ত হতে চলেছে যার সাহায্যে ইউজার হোয়াটসঅ্যাপ কলের কল হিস্ট্রি দেখতে পাবেন। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
3/10
এছাড়াও শোনা যাচ্ছে ফোনের মতো হোয়াটসঅ্যাপ ভার্সানেও নাকি করা যাবে কল। ছবি সূত্র- পিক্সেলস।
4/10
যদিও হোয়াটসঅ্যাপের এইসব ফিচার কবে লঞ্চ হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। অনুমান, তাড়াতাড়ি শুরু হবে পরীক্ষা নিরীক্ষা। ছবি সূত্র- পিক্সেলস।
5/10
হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে যে কল হিস্ট্রি দেখার জন্য ট্যাব যুক্ত হতে চলেছে সেই ট্যাব ইতিমধ্যেই কিছু বিটা টেস্টার দেখতে পেয়েছেন বলে শোনা গিয়েছে। ছবি সূত্র- পিক্সেলস।
6/10
বিটা টেস্টারদের কিছু সংখ্যক কোনও নতুন ফিচার দেখতে পাওয়ার অর্থ হল হোয়াটস কর্তৃপক্ষ ইতিমধ্যেই নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছেন। চলছে পরীক্ষা নিরীক্ষাও। দ্রুত সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হবে। ছবি সূত্র- পিক্সেলস।
7/10
ইউজারদের সুবিধার জন্য মাঝে মাঝে নিত্যনতুন ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শোনা গিয়েছে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে স্কিন লক ফিচারও চালু হবে। ছবি সূত্র- পিক্সেলস।
8/10
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo- র তরফেই একথা প্রকাশ্যে আনা হয়েছে। এই সংস্থা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সানের এই নয়া ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু করবে বিটা ইউজারদের ক্ষেত্রে। ছবি সূত্র- পিক্সেলস।
9/10
সম্প্রতি হোয়াটসঅ্যাপে চালু হয়েছে পোল অপশন। অর্থাৎ কোনও বিষয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন ইউজাররা। অ্যান্ড্রয়েড ও আইফোন- দুই ভার্সানেই পাওয়া যাবে এই সুবিধা। ব্যক্তিগত চ্যাট হোক বা গ্রুপ চ্যাট যেকোনও অপশনেই পোল তৈরি করা যাবে। ছবি সূত্র- পিক্সেলস।
10/10
হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে কম্পানিয়ন মোড। এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই কম্পানিয়ন মোড নিয়ে টেস্টিং চলছে। ছবি সূত্র- পিক্সেলস।
Sponsored Links by Taboola