NoiseFit Core 2: নয়েজের এই নতুন স্মার্টওয়াচের দাম কত? কী কী ফিচারই বা রয়েছে
ভারতে লঞ্চ হয়েছে নয়েজের নতুন স্মার্টওয়াচ NoiseFit Core 2। এই স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম দেখে নিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই স্মার্টওয়াচ কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের সাইট থেকে। আগামী কয়েকদিনের মধ্যেই এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে বলে শোনা যাচ্ছে।
নয়েজের এই নতুন স্মার্টওয়াচের দাম দেশে ৩৯৯৯ টাকা। Introductory Price হিসেবে শুরুতে এই স্মার্টওয়াচের দাম কিছুটা কমতে পারে।
অ্যান্ড্রয়েড এবং আইওএস- দু’ধরনের ডিভাইসের সঙ্গেই সাবলীল ভাবে যুক্ত করা যাবে নয়েজের এই নতুন স্মার্টওয়াচ।
কালো, নীল, সবুজ, ধূসর এবং গোলাপি- এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে নয়েজের নতুন স্মার্টওয়াচ NoiseFit Core 2।
এই স্মার্টওয়াচে ১০০-র বেশি ক্লাউড বেসড ওয়াচ ফেসের সাপোর্ট রয়েছে। এই স্মার্টওয়াচের স্ট্র্যাপ রিপ্লেসেবল অর্থাৎ পরিবর্তন করা সম্ভব। এখানে রয়েছে সিলিকন স্ট্র্যাপ।
এই স্মার্টওয়াচ একটি IP68 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলে এই স্মার্টওয়াচের কোনও ক্ষতি হবে না।
নয়েজের নতুন স্মার্টওয়াচের ব্লুটুথ রেঞ্জ ১০ মিটার পর্যন্ত কাজ করবে। অ্যান্ড্রয়েড ৫.০ বা তার বেশি এবং আইওএস ১১.০ বা তার বেশি রেঞ্জের ডিভাইসের সঙ্গে সহজে এই স্মার্টওয়াচ যুক্ত করা সম্ভব।
ফিটনেস সম্পর্কে সচেতনদের জন্য আদর্শ এই স্মার্টওয়াচ। কারণ এই ডিভাইসে রয়েছে অল ডে হার্ট রেট মেজারমেন্ট ফিচার, ব্লাড অক্সিজেন ট্র্যাকার, স্টেপ অ্যান্ড ক্যালোরি কাউন্টিং ফিচার।
NoiseFit Core 2 স্মার্টওয়াচে একটি ২৩০ এমএএইচ ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকতে পারে। এর পাশাপাশি ৩০ দিনের স্ট্যান্ডবাই টাইম থাকতে পারে বলেও শোনা গিয়েছে। একটি ম্যাগনেটিক চার্জ রয়েছে এই ডিভাইসে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -