NoiseFit Core 2: নয়েজের এই নতুন স্মার্টওয়াচের দাম কত? কী কী ফিচারই বা রয়েছে

Smartwatch: ভারতে নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে নয়েজ সংস্থা। এবার লঞ্চ হয়েছে NoiseFit Core 2 স্মার্টওয়াচ।

প্রতীকী ছবি

1/10
ভারতে লঞ্চ হয়েছে নয়েজের নতুন স্মার্টওয়াচ NoiseFit Core 2। এই স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম দেখে নিন।
2/10
এই স্মার্টওয়াচ কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের সাইট থেকে। আগামী কয়েকদিনের মধ্যেই এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে বলে শোনা যাচ্ছে।
3/10
নয়েজের এই নতুন স্মার্টওয়াচের দাম দেশে ৩৯৯৯ টাকা। Introductory Price হিসেবে শুরুতে এই স্মার্টওয়াচের দাম কিছুটা কমতে পারে।
4/10
অ্যান্ড্রয়েড এবং আইওএস- দু’ধরনের ডিভাইসের সঙ্গেই সাবলীল ভাবে যুক্ত করা যাবে নয়েজের এই নতুন স্মার্টওয়াচ।
5/10
কালো, নীল, সবুজ, ধূসর এবং গোলাপি- এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে নয়েজের নতুন স্মার্টওয়াচ NoiseFit Core 2।
6/10
এই স্মার্টওয়াচে ১০০-র বেশি ক্লাউড বেসড ওয়াচ ফেসের সাপোর্ট রয়েছে। এই স্মার্টওয়াচের স্ট্র্যাপ রিপ্লেসেবল অর্থাৎ পরিবর্তন করা সম্ভব। এখানে রয়েছে সিলিকন স্ট্র্যাপ।
7/10
এই স্মার্টওয়াচ একটি IP68 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলে এই স্মার্টওয়াচের কোনও ক্ষতি হবে না।
8/10
নয়েজের নতুন স্মার্টওয়াচের ব্লুটুথ রেঞ্জ ১০ মিটার পর্যন্ত কাজ করবে। অ্যান্ড্রয়েড ৫.০ বা তার বেশি এবং আইওএস ১১.০ বা তার বেশি রেঞ্জের ডিভাইসের সঙ্গে সহজে এই স্মার্টওয়াচ যুক্ত করা সম্ভব।
9/10
ফিটনেস সম্পর্কে সচেতনদের জন্য আদর্শ এই স্মার্টওয়াচ। কারণ এই ডিভাইসে রয়েছে অল ডে হার্ট রেট মেজারমেন্ট ফিচার, ব্লাড অক্সিজেন ট্র্যাকার, স্টেপ অ্যান্ড ক্যালোরি কাউন্টিং ফিচার।
10/10
NoiseFit Core 2 স্মার্টওয়াচে একটি ২৩০ এমএএইচ ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকতে পারে। এর পাশাপাশি ৩০ দিনের স্ট্যান্ডবাই টাইম থাকতে পারে বলেও শোনা গিয়েছে। একটি ম্যাগনেটিক চার্জ রয়েছে এই ডিভাইসে।
Sponsored Links by Taboola